রানাঘাট নদিয়ার হাঁসখালিতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল দুই বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে গাজনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার একটি ছোট পণ্যবাহী গাড়ি দু’বছরের উর্মি বিশ্বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে স্থানীয়েরা তৎক্ষণাৎ শিশুটিকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাড়ির সামনে একটি ছয় বছরের শিশুর সঙ্গে খেলছিল উর্মি বিশ্বাস। জানা গিয়েছে, বাড়ির সামনে খেলার সময় আচমকাই একটি ছোট পণ্যবাহী গাড়ি উর্মি বিশ্বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। এর পর স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িচালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, যাতে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিয়ে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হয়। শনিবার নিহত শিশুটির পরিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার এই ঘটনার পর থেকে গাড়িটি ও তার চালককে খুঁজছে পুলিশ।