কান্দির হাজরা পাড়ার বাণী সংঘের মাঠে প্রতি বছরের মতa এ বছরও চলছিল ৮ দলের এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে তারাপীঠ ফুটবল ক্লাবের সঙ্গে খেলা চলছিল নরেন্দ্রনাথ পাঠচক্রের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সঙ্গেই খেলার মাঠেই লুটিয়ে পড়লেন তারাপীঠ ফুটবল দলের মঙ্গল সরেন নামে এক ফুটবলার। দ্রুত কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরতর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলের বাড়ি বীরভূম জেলার তারাপীঠ সংলগ্ন এলাকায়। মামারবাড়িতে এসেছিলেন এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার মুখেই এই বিপত্তি ঘটায় বন্ধ হয়ে যায় টুর্নামেন্টের বাকি খেলাও। ঘটনার কিছু ক্ষণ পরে মাঠে এসে পৌঁছান কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। জয়দেব বলেন, ‘‘বাণী সংঘের মাঠের এই ফুটবল টুর্নামেন্টটি অত্যন্ত জনপ্রিয়। হঠাৎ খবর পেলাম এক ফুটবলার মাঠে মারা গিয়েছেন। মনটা ভারাক্রান্ত লাগছে।’’
আরও পড়ুন:
আপৎকালীন চিকিৎসা পরিষেবার বন্দোবস্ত ছাড়াই কী ভাবে গ্রাম ও মফস্সলগুলিতে একের পর এক এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পায়, তা নিয়ে উঠছে প্রশ্ন।