ভারতে তাঁর ভোটার কার্ড থেকে রেশন কার্ড আধার কার্ডে নাম রয়েছে। আর ওই একই ছবির বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রেও নাম রয়েছে। অভিযোগ, কিছুটা নামের হেরফের করে দু'দেশেই নাগরিকত্ব বজায় রেখেছেন জলঙ্গির ঘোষপাড়া এলাকার এক ব্যক্তি। এ দেশেও ভোট দেন, বাংলাদেশেও তাঁর ভোটাধিকার আছে তার বলে অভিযোগ। তবে তাঁর সঙ্গে এ দিন যোগাযোগ করা যায়নি।
স্থানীয় এক প্রতিবেশীর তোলা অভিযোগের ভিত্তিতেই সামনে এসেছে বিষয়টি। আসিফ ইকবাল নামের ওই প্রতিবেশী লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন, দু'দেশের সরকারের সর্বোচ্চ স্তরে। আসিফের দাবি, ‘‘এই ব্যক্তি বাংলাদেশে থাকেন, সেটা আমরা জানতাম। কিন্তু মাঝে মাঝেই দেখি এখানে এসে ভোট দিয়ে যান। এমনকি সরকারি যাবতীয় সুবিধা ভোগ করেন এ দেশের। ফলে বিষয়টি আমি দু'দেশের সরকারের নজরে এনেছি। ডাকযোগে অভিযোগ জানিয়েছি সর্বোচ্চ স্তরে।’’ তবে যে ব্যক্তির দুই দেশেই নাম রয়েছে বলে অভিযোগ, তাঁর বাবা বলেন, ‘‘ছেলে ভোটের সময়ে এসে ভোট দিয়ে যায়। তার যাবতীয় নাগরিকত্বের প্রমাণপত্র এখানে আছে। তবে কিছুদিন আগে তার ভোটার তালিকা থেকে নামটা কেটে দিয়েছে সরকার।’’
জলঙ্গির ভিডিও সুব্রত মল্লিক বলেন, ‘‘আমাদের কাছে নির্দিষ্ট কোন অভিযোগ দায়ের হয়নি বিষয়টি নিয়ে। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে।’’
তবে দু'দেশের এই নাগরিকত্ব নিয়ে খুব বেশি অবাক হচ্ছেন না জলঙ্গি রানিনগর এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি, সীমান্ত জুড়ে খোঁজ নিলে এমন ভুরিভুরি বিষয় সামনে উঠে আসবে।
খোদ জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল বলছেন, ‘‘এমন ঘটনা ঘটছে। দুই দেশের সরকারের বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া উচিত।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)