পঞ্চায়েত ভোটের আগে আবার উদ্ধার হল অস্ত্রশস্ত্র। রবিবার মুর্শিদাবাদের রানিনগর থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা এবং বন্দুক। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক জনকে।
রবিবার সন্ধ্যায় রানিনগর থানার নজরানা গ্রামে একটি বাড়ির পিছনে বেশ কয়েকটি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এর পর, খবর দেওয়া হয় রানিনগর থানায়। খবর পেয়ে রানিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই বাড়িটির পিছন থেকে উদ্ধার করা হয় ১০টি তাজা বোমা। পুলিশ সারারাত উদ্ধার হওয়া ওই বোমাগুলি পাহারা দেয়। সোমবার দুপুরে বহরমপুর থেকে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড। এর পর নজরানা গ্রামের একটি বাগানের ভিতর নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি।
আরও পড়ুন:
-
অর্পিতার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা এল কী ভাবে? প্রশ্ন শুনে তিনটি শব্দে জবাব প্রাক্তন মন্ত্রী পার্থের
-
পঞ্চায়েত ভোটে জমি শক্ত করতে তিন সংখ্যালঘু অধ্যুষিত জেলার সফরে ফিরহাদ হাকিম
-
পঞ্চায়েত ভোটে জমি শক্ত করতে তিন সংখ্যালঘু অধ্যুষিত জেলার সফরে ফিরহাদ হাকিম
-
সহজ হল রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্ক! এক ছাদের নীচে থাকতে চলেছেন তারকা যুগল
ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। রবিবার রাতে ওই কাণ্ডে ওবাইদুল ইসলাম ওরফে বাবু নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওবাইদুলের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক এবং দুই রাউন্ড গুলি। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ধৃতকে।