এ বছর জেলার কোথায় রবিবার ও কোথাও সোমবার সরস্বতী পুজো হচ্ছে। সারা জেলায় শহর ও গ্রামে সরস্বতী পুজো হচ্ছে। বেলডাঙার আনন্দনগর গ্রামে পুজো হচ্ছে আড়ম্বরের সঙ্গে। এই গ্রামে বড় পুজো হয় ৬টা। তার সঙ্গে অনেক ছোট পুজোও হয়। আনন্দনগর গ্রামের উত্তরপাড়ায় দুটো পুজো, দক্ষিণপাড়া, হালদারপাড়া, মাঠপাড়ায় দুটো বড় পুজো হয়।
গ্রামবাসীরা জানাচ্ছেন, এক লক্ষ, দুই লক্ষ টাকার বাজেটের পুজো হয়। অনেক আগে থেকে চাঁদা তোলা শুরু হয়। পুজোর পাশে মেলাও বসে। প্রচুর মানুষ সেখানে ভিড় জমান।
গ্রামের হালদারপাড়া নেতাজি সঙ্ঘের পুজো উদ্যোক্তা পরমানন্দ হালদার বলেন, ‘‘গত প্রায় ২৫ বছর ধরে গ্রামে ধুমধামের সঙ্গে পুজো চলে আসছে। এ বছরও পুজো হচ্ছে। থিম সজ্জা হয়েছে। নানা রকম থিম। কোথায় অ্যানাকোন্ডা, কোথাও ভূত বাংলো। সঙ্গে সুদৃশ্য প্রতিমা। থাকছে আলোক সজ্জা। প্রচুর মানুষ পুজো দেখতে গ্রাম আসছেন।’’ গ্রামের রাধাবিনোদ হালদার বলেন, “গ্রামে চাঁদা তুলে বড় পুজো হয়। আমরা গত ২৫ বছর আগে স্কুলের দেখাদেখি বড় পুজো শুরু করি। সেই ধারা চলছে। বাইরে থেকে প্রচুর মানুষ প্রতিমা ও প্যান্ডেল দেখতে আসে। এটাই বড় কথা।’’ উত্তরপাড়া পুজো কমিটির উদ্যোক্তা পরীক্ষিৎ মণ্ডল বলেন, “আমাদের এ বার প্রথম বারের পুজো। আমরা খুব আনন্দ করব। গ্রামের প্যান্ডেলে নানা সুন্দর দৃশ্য, পাহাড়, ঝর্না সবই থাকে। কেউ পাটকাঠি, শোলা, থার্মকল সব কিছু দিয়ে প্যান্ডেল তৈরি করেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)