রবিবারের দুপুর। বাড়িতে ছিল চিংড়ির লোভনীয় পদ। তাই দিয়ে ভাত খেয়েছিল বছর ষোলোর সুজয় বিশ্বাস। মধ্যাহ্নভোজের কিছু ক্ষণ পরেই শুরু হয় শ্বাসকষ্ট। ছেলের শারীরিক পরিস্থিতি দেখে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু বাঁচানো যায়নি ছেলেটিকে। কিশোরের অকালমৃত্যুতে শোকস্তব্ধ নদিয়ার হাঁসখালি থানার গাজনা উত্তরপাড়া গ্রাম।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুজয় বিশ্বাস। বয়স ১৬ বছর। রবিবার মধ্যাহ্নভোজের পরে শ্বাসকষ্ট শুরু হয়েছিল তার। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সুজয়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
পরিবারের লোকজন বলছেন, শ্বাসকষ্টের সমস্যা আগে থেকেই ছিল সুজয়ের। তবে চিংড়ি মাছের পদে তার অ্যালার্জি ছিল কি না, জানতেন না কেউ। রবিবার দুপুর তিনটে নাগাদ বাড়িতে চিংড়ি মাছের একটি পদ দিয়ে ভাত খায় সুজয়। কিছু ক্ষণের মধ্যে অসুস্থবোধ করে সে। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে মনে করছেন প্রতিবেশীরা। পরে চিকিৎসকেরাও সে কথা জানিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
কৃষ্ণগঞ্জ থানার পুলিশ হাসপাতাল থেকে সুজয়ের দেহ নিয়ে যায়। সোমবার শক্তিনগর জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত হবে।