বাঁদর দেখেই কেউ এক জন ফল বাড়িয়ে দিয়েছিলেন তার দিকে। ভেবেছিলেন হাত থেকে ফল নিয়েই সেখান থেকে চম্পট দেবে বাঁদর। সচরাচর যে দৃশ্য আমরা দেখে অভ্যস্ত, এই বাঁদর কিন্তু ঘুরেও ফলের দিকে তাকায়নি। বিন্দুমাত্র আগ্রহও দেখায়নি। ভিডিয়োতে যে দৃশ্য ধরা পড়েছে, তা দেখে আপনিও অবাক হবেন।
বড়দিনের উৎসব উপলক্ষে কোনও বাড়ি সাজানো হয়েছিল বেলুন এবং ক্রিসমাস ট্রি দিয়ে। সেখানে একটি বাঁদর এসে হাজির হয়। বাঁদর দেখেই তার দিকে ফল বাড়িয়ে দিতে দেখা যায় এক ব্যক্তিকে। কিন্তু ফলে এখন তার অরুচি। বরং বড়দিনের উৎসবে নিজেকে সামিল করার চেষ্টা দেখা গেল তার মধ্যে। আর নিজের মতো করেই সেটা করার চেষ্টা করেছে বাঁদরটি। রেলিংয়ে বাঁধা বেলুনগুলি নিয়ে খেলতে শুরু করে সে। বেলুন নিয়ে বারান্দার এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়াচ্ছিল সে।
Monkey interested in Baloon's and not fruits. Spotted at Salugara. pic.twitter.com/2aRWA2b7IF
— I Love Siliguri (@ILoveSiliguri) December 25, 2021
একটা বেলুন ফেটে যেতেই, আর একটা, তার পর আরও একটা, এ ভাবে বেশ কয়েকটি বেলুন নিয়ে খেলার চেষ্টা করতেই সেগুলি ফেটে যাচ্ছিল। তবুও তার যেন চাহিদা আর মিটছিল না। বাঁদরের বেলুন নিয়ে খেলার সেই দৃশ্য ধরা পড়েছে শিলিগুড়ির সালুগাড়ায়।