Advertisement
০৭ নভেম্বর ২০২৪
FirhadHakim

রেখার সম্পর্কে ‘কুমন্তব্য’ ফিরহাদের, সরব বিজেপি

হাড়োয়া উপনির্বাচনের প্রচারে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। সেখানেই সন্দেশখালির প্রসঙ্গ টেনেছিলেন মন্ত্রী।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৫:২২
Share: Save:

সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্র সম্পর্কে আপত্তিকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। হাড়োয়া উপনির্বাচনের প্রচারে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপি নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ফিরহাদ। সেখানেই সন্দেশখালির প্রসঙ্গ টেনেছিলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘সন্দেশখালিকে কলঙ্কিত করেছে বিজেপি, সন্দেশখালির মানুষের নামে কুৎসা রটিয়েছে, দেশের কাছে সন্দেশখালি নিয়ে ভুল বার্তা দিয়েছে।’’ সন্দেশখালির রেখা বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন, হারের পরে মামলা করেছেন। রেখার হারের কথা বলতে গিয়েই ফিরহাদ যে শব্দ ব্যবহার করেছেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেস নেতা তথা মন্ত্রীর মন্তব্য নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘রেখা পাত্রের সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য মন্ত্রী করেছেন, তার জন্য শুধু ভর্ৎসনাই প্রাপ্য নয়। মহিলাদের সম্পর্কে এই ধরনের বক্তব্যের জন্য আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’’ রেখারও অভিযোগ, ‘‘দেশের প্রধানমন্ত্রীকে উনি (ফিরহাদ) অপমান করেছেন। আমার সম্পর্কেও যা বলেছেন, তাতে সন্দেশখালির সব মহিলা, তফসিলি জাতি-জনজাতি সম্প্রদায়েরও অসম্মান হয়েছে। সন্দেশখালির মানুষ এর জবাব দেবেন।’’ সমালোচনায় সরব হয়েছেন অগ্নিমিত্রা পাল, অর্চনা মজুমদার-সহ বিজেপি নেত্রীরাও। পরে ফিরহাদের সঙ্গে অবশ্য চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

হাড়োয়ার নির্বাচনী সভায় এ দিন ছিলেন তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম, মন্ত্রী সুজিত বসু প্রমুখ। এ রাজ্যে বিজেপি ‘কুঁজো’ বলেও সভা থেকে কটাক্ষ করেছেন ফিরহাদ। তাঁর মন্তব্য, ‘‘বিজেপি এখানে চিৎ হয়ে শুয়ে ইচ্ছে করছে ক্ষমতায় আসার!’’

অন্য বিষয়গুলি:

FirhadHakim Rekha Patra BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE