কোথাও পানীয় জলের সঙ্গে মিশছে না তো নিকাশির জল! শহর মেদিনীপুরের একাধিক এলাকার পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা পাওয়ার জের। এ বার শহর জুড়ে পানীয় জল পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে তিন শতাধিক জায়গা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত এ সব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পরীক্ষাগারে। পুরপ্রধান সৌমেন খান বলেন, ‘‘শহরের সব এলাকার পানীয় জলের মান পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।’’ পুরসভার এক সূত্রে খবর, শহরের চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১৬১টি গভীর নলকূপ। এই সব নলকূপের জল পাইপলাইনে সরবরাহ করে পুরসভা।গভীর নলকূপপিছু দু’টি করে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। একটি যে পাইপে জল উঠছে, আরেকটি যে পাইপে জল বেরিয়ে যাচ্ছে। সব মিলিয়ে ৩২২টি জলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)