Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
Medinipur TMC Conflict

‘উন্নয়নের টাকায় মোচ্ছব’! মেদিনীপুরে পুরপ্রধানকে সরাতে চেয়ে বিক্ষোভে তৃণমূলেরই কাউন্সিলরেরা

মেদিনীপুর পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে স্বেচ্ছাচারের অভিযোগ তুলেছেন দলেরই একাংশের কাউন্সিলর। বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট দফতরের সামনে তাঁরা বেনজির অবস্থানে বসেছেন।

TMC councilors protest against TMC municipal chairman in Medinipur

মেদিনীপুরে পুরপ্রধানের দফতরের সামনে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৩০
Share: Save:

মেদিনীপুর তৃণমূলে বেনজির কোন্দল। দলের পুরপ্রধানকে সরাতে চেয়ে বিক্ষোভে সামিল হয়েছেন দলেরই কাউন্সিলরদের একাংশ। তাঁদের অভিযোগ, পুরপ্রধান ‘স্বৈরাচারী’। তিনি কাউন্সিলরদের প্রতি বিমাতৃসূলভ আচরণ করেন। উন্নয়নের টাকায় চলে ‘মোচ্ছব’। তাই পুরসভা থেকে ওই ‘অযোগ্য’ প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন কাউন্সিলরেরা।

মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান। তিনি নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দলের কাউন্সিলরদের একাংশের অভিযোগ, সৌমেন তাঁর ঘনিষ্ঠ কয়েক জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে নিজের ইচ্ছামতো পুরসভা চালাচ্ছেন। তাঁর এই ‘স্বেচ্ছাচার’ মেনে নেওয়া যাচ্ছে না।

মেদিনীপুর পুরপ্রধানের দফতরের সামনে বুধবার সকাল থেকে বিক্ষোভ চলছে। পোস্টার হাতে নিয়ে অবস্থানে বসেছেন তৃণমূলের ১১ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে রয়েছেন, মেদিনীপুর শহরের তৃণমূল সভাপতি তথা কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, জেলা তৃণমূলের সভাপতির স্ত্রী তথা কাউন্সিলর মৌসুমী হাজরা প্রমুখ। পুরপ্রধানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তাঁরা।

বিক্ষোভরত কাউন্সিলর বিশ্বনাথ বলেন, ‘‘আমরা দলীয় পতাকায় জেতা কাউন্সিলর। মেদিনীপুরে পুর নির্বাচনে ২৫টির মধ্যে ২০টি আসনে তৃণমূল জিতেছে। দল পুরপ্রধানের পদে যাঁকে বসিয়েছে, আমরা সকলে তাঁকে সম্মান জানিয়েছিলাম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, তিনি তৃণমূলের কাউন্সিলরদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন। উন্নয়নের স্বার্থে যে টাকা, তা দিয়ে মোচ্ছব করা হচ্ছে। পুরসভা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। অপরিকল্পিত ভাবে পুর পরিচালনা করা হচ্ছে। চেয়ারম্যান অপদার্থ।’’

তিনি আরও বলেন, ‘‘পুরপ্রধানের বিমাতৃসুলভ আচরণ, স্বৈরাচারী সিদ্ধান্ত , ফান্ড ঠিকমতো ভাগ না করার প্রতিবাদ জানাতে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। দলের একাংশের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী মনোভাবের সঙ্গে তিনি পুরসভা চালাচ্ছেন। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পুরপ্রধানকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।’’

কাউন্সিলরদের অভিযোগ, কোন ওয়ার্ডে উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, কত টাকা এসে পৌঁছেছে, সকলকে সেই তথ্য জানানো হচ্ছে না। কাউন্সিলরদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। এতে সাংগঠনিক ক্ষতি হচ্ছে। সৌমেন দলে প্রথম থেকে ছিলেন না বলে দলের মূল্য বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেছেন বিক্ষোভকারীরা।

যাঁর বিরুদ্ধে বিক্ষোভ, সেই পুরপ্রধান সৌমেন এ প্রসঙ্গে বলেন, ‘‘ওঁদের সঙ্গে আমি কথা বলেছি। সকালেই জেলা সভাপতির বাড়িতে গিয়ে কথা বলে এসেছি। কোনও সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তার সমাধান করে নিতে হবে। আমি সবাইকেই সমান গুরুত্ব দিই। স্বেচ্ছাচার করি না। উন্নয়নের ক্ষেত্রে কাউকেই বঞ্চিত করি না। দল আমাকে এই পদে বসিয়েছে, দল চাইলে পদত্যাগ করব।’’

কাউন্সিলরদের বিক্ষোভের পর তৃণমূলের রাজ্য কমিটি আগামী ২ জানুয়ারি কলকাতায় বৈঠক ডেকেছে। সেখানে বিক্ষোভকারী কাউন্সিলরদের ডেকে পাঠানো হয়েছে। রাজ্য সম্পাদক তথা নারায়ণগড়ের প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ রাজ্য কমিটির নির্দেশে মেদিনীপুরে পৌঁছন। তার পরেই বিক্ষোভ উঠেছে বলে খবর। মেদিনীপুর পুরসভা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘দলের চেয়ারম্যানের বিরুদ্ধে দলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরেরা ক্ষোভ প্রকাশ করেছেন। গত বছরও এই ঘটনা ঘটেছিল। তখন রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছিল। বুধবারের বিক্ষোভের কথাও জানিয়েছি।’’

অন্য বিষয়গুলি:

TMC Conflict TMC Conflicts Medinipur medinipur tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy