দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস। আহত হলেন বহু যাত্রী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে চন্দ্রকোনা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল একটি বাস। দাসপুরের চাঁদপুর এলাকায় একটি লরি হঠাৎই বাসটির পাশে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় রাজ্য সড়কের ধারে। একটি গাছে ধাক্কা মারে বাসটি।
আরও পড়ুন:
বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। কোনও প্রাণহানির খবর না পাওয়া গেলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।
ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে জাতীয় সড়ক থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে প্রশাসনের তরফে। তদন্ত শুরু করেছে পুলিশ।