রামনবমীতে পথে যুযুধান। শাসক-বিরোধী উভয় দলের তরফে জেলার বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি হয়েছে রবিবার। কোথাও হয়েছে বিশাল মোটরবাইক র্যালি, কোথাও হয়েছে মিছিল। সেই মিছিলে যোগ দিতে গাড়ি-মোটরবাইকে অনুষ্ঠানস্থলে গিয়েছে তৃণমূল-বিজেপির নেতা-কর্মীরা। তাতেই সপ্তাহের ছুটির দিন রবিবারও ‘রেস্ত’ এসেছে জেলার পেট্রল পাম্প মালিকদের পকেটে!
রবিবার জেলা জুড়ে শতাধিক রামনবমীর মিছিল ও শোভাযাত্রা হয়েছে। বিশ্বহিন্দু পরিষদ ও বজরং দল-সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারে করা গেরুয়া শিবিরের ওই সব কর্মসূচি থেকে পিছিয়ে নেই তৃণমূল। তাদের উদ্যোগে তমলুক, মেচেদা, রামনগরে রামনবমীর শোভাযাত্রা বের করা হয়। প্রতিটি শোভাযাত্রায় লক্ষ্যণীয় ভাবে শয়ে শয়ে মোটরবাইকের উপস্থিতি ছিল। মিছিলের পরিসংখ্যান এবং পুলিশের একটি সূত্র অনুসারে রবিবার জেলায় রামনবমী শোভাযাত্রায় মোট ১৫ হাজারের বেশি মোটরবাইক পথে নেমেছিল। সেই সঙ্গে কোথাও বুলডোজ়ার, ট্র্যাক্টর নিয়েও শোভাযাত্রা হয়েছে। এই সব গাড়ির জ্বালানি হিসাবে এ দিন ভালই পেট্রল-ডিজেল বিক্রি হয়েছে তেলের পাম্পগুলিতে।
রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি তেল সংস্থা মিলিয়ে জেলায় কমপক্ষে ১২০টি পেট্রল পাম্প রয়েছে। এই পাম্পগুলিতে সাধারণত অন্য দিনে গড়ে দেড় হাজার লিটার করে শুধু পেট্রল বিক্রি হয়। সেই হিসাবে জেলায় একদিনে বিক্রি হওয়া পেট্রলের পরিমাণ প্রায় এক লক্ষ ৮০ হাজার লিটার। বিক্রি হওয়া ওই পেট্রল সবচেয়ে বেশি মোটরবাইকে ব্যবহৃত হয়। রবিবার ছুটির দিন হলেও রামনবমী উৎসবে যোগ দিতে যাওয়া মোটরবাইক এবং গাড়ির ভিড়ে ওই পেট্রল বিক্রির পরিমাণ এক ধাক্কায় কয়েকগুণ বেড়েছে বলে দাবি।
এ দিন অধিক পেট্রল বিক্রির সম্ভাবনা থেকে কিছু কিছু পাম্প আগাম বাড়তি জ্বালানি মজুত করা হয়েছিল। পাম্প সূত্রের খবর, এদিন গড়ে ২৫০ থেকে ৩০০ লিটার অতিরিক্ত পেট্রল বিক্রি বেড়েছে। সেই হিসেবে রামনবমীতে জেলায় সার্বিক ভাবে প্রায় ৩৬ হাজার লিটার অতিরিক্ত পেট্রল বিক্রি হয়েছে বলে দাবি। জেলার এক পেট্রল পাম্পের এক কর্মী সুমন হাজরা বলেন, ‘‘শোভাযাত্রায় আসা বাইকগুলিতে পেট্রল দিতে হিমশিম অবস্থা। কয়েক মিনিটের মধ্যে বিক্রি অনেকগুণ বেড়ে গিয়েছিল।’’
রাম ভক্তিতে অতিরিক্ত লক্ষ্মী লাভে খুশি পেট্রল পাম্প মালিকেরা। এ ব্যাপারে হলদিয়া পেট্রোলিয়াম ডিলার অ্যাসোশিয়েশনের সভাপতি তথা পেট্রোল পাম্প মালিক অরুময় ঘোষ বলেন, ‘‘আগাম সম্ভাবনা থেকে পাম্পগুলিতে পেট্রল মজুত করা হয়েছিল। রবিবার রামনবমীতে শোভাযাত্রার কারণে জেলায় পেট্রল অতিরিক্ত বিক্রি হয়েছে। এতে আমাদের লাভও ভালই হয়েছে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)