দায়িত্ব হস্তান্তর করছেন পাঁশকুড়ার ওসি। নিজস্ব চিত্র
বদলির নির্দেশ এসেছিল গত ৮ জানুয়ারি। সেই মতো সোমবার কোয়ার্টার থেকে জিনিসপত্র গুছিয়ে নতুন আধিকারিককে দায়িত্ব হস্তান্তর করে বেলা ১২ নাগাদ রওনা হয়েছিলেন নন্দকুমার থানার উদ্দেশ্যে। কিন্তু সদর দফতর থেকে নির্দেশ পেয়ে আঘণ্টা পরেই ফের পাঁশকুড়া থানায় ফিরলেন ওসি অজয় কুমার মিশ্র।
আবার অজয় পাঁশকুড়া থানার দায়িত্ব নতুন করে বুঝে নেওয়ার ঘন্টাখানেক পরেই জেলা পুলিশের তরফে সামনে এল নয়া নির্দেশিকা। যাতে জানানো হয়েছে, অজয় কুমার মিশ্রকে পাঠানো হচ্ছে জেলা পুলিশের সদর দফতরে রিজার্ভ ফোর্সে!
এক দিনে মাত্র ঘণ্টা চার-পাঁচেকের মধ্যে পাঁশকুড়ার থানার ওসি পদ সংক্রান্ত জারি হল দু’টি নির্দেশিকা। যা ঘিরে দিনভর চলল ‘নাটক’। আর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাঁশকুড়ায় আসার এক দিন আগে এমন বদলি ঘিরে শুরু হল
রাজনৈতিক চর্চাও।
জেলা প্রশাসন সূত্রে খবর, ২০১৯ সালের জুলাইয়ে পাঁশকুড়া থানার ওসি হিসাবে যোগ দিয়েছিলেন সাব ইনস্পেক্টর অজয় মিশ্র। গত শুক্রবার নন্দকুমার থানায় তাঁর বদলির নির্দেশ আসে। পাঁশকুড়া থানার নতুন ওসি করা হয় ডিআইবিতে কর্মরত স্বপন কুমার ছাবরিকে। সেই মতো এ দিন স্বপন এ দিন সকাল ১১টা নাগাদ পৌঁছে যান পাঁশকুড়া থানায়। তাঁকে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে বেরিয়ে পড়েন অজয়। পুলিশ সূত্রের খবর, নন্দকুমার রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে অজয়কে পুলিশের জেলা সদর দফতর থেকে ফোন করে পুরনো থানাতে ফিরে গিয়ে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুপুর ১টা নাগাদ পুলিশ সুপারের অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে, বদলি সংক্রান্ত গত শুক্রবারের বিজ্ঞপ্তিটি বাতিল করা হল।
এর কিছুক্ষণের মধ্যে পুলিশ সুপারের অফিস থেকে আরও একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় অজয় মিশ্রকে জেলা সদর দফতরে রিজার্ভ করে দেওয়ার কথা বলা হয়। নতুন নির্দেশিকায় আরও পাঁচজন পুলিশ অফিসারের রদবদলের নির্দেশ রয়েছে। ভূপতিনগর থানার ওসি পার্থ বিশ্বাসকে পাঠানো হয়েছে ডিআইবিতে। বন্দর ওসির অতিরিক্ত দায়িত্বে থাকা মনোজ কুমার ঝাকে করা হয়েছে ভূপতিনগর থানার ওসি। মহিষাদল থানার ওসি অমিত দেবকে পাঠানো হয়েছে রিজার্ভে। রিজার্ভে থাকা সাব ইনস্পেক্টর বিনয় কুমার মান্নাকে মারিশদা থানার ওসি করা হয়েছে। রিজার্ভে থাকা সাব ইনস্পেক্টর সুকোমল ঘোষকে করা হয়েছে পাঁশকুড়া থানার ওসি।
পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের তদন্তকারী অফিসার ছিলেন অজয় মিশ্র। ওই হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছিল বিজেপি নেতা আনিসুর রহমান। গত শুক্রবার তাই অজয়ের বদলির নির্দেশ আসর পরে স্বাভাবিক ভাবেই নানা মহলে প্রশ্ন উঠে যে, তা হলে কি বিশেষ কোনও দলকে রাজনৈতিক সুবিধা দিতেই এই বদলি! আর এ দিন দিনভর বদলি ঘিরে যা হয়েছে, তাতে সেই প্রশ্নেই সিলমোহর পড়েছে বলে কটাক্ষ বিরোধীদের। পাঁশকুড়ার বিজেপি নেতা প্রতীক পাখিরা বলেন, ‘‘আসলে পাঁশকুড়াতে বিজেপি যেভাবে বেড়ে চলেছে, তাতে তৃণমূলের মাথাব্যথা শুরু হয়েছে। সরকার কী করবে বুঝে উঠতে পারছে না। তারা যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, এদিনের ঘটনা থেকে তা স্পষ্ট।’’
এক দিনে এত বার বদলি নির্দেশিকা জারি প্রসঙ্গে জানতে চেয়ে বারবার ফোন করা হয় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে। কিন্তু তিনি ফোন ধরেননি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy