Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ram Nath Kovind

ব্রোঞ্জ ভাস্কর্যে রাষ্ট্রপতি সম্মান

দীর্ঘ ২০ বছর মুম্বইয়ে আছেন রতনকৃষ্ণ।

পুরস্কার হাতে রতনকৃষ্ণ। নিজস্ব চিত্র

পুরস্কার হাতে রতনকৃষ্ণ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চন্দ্রকোনা রোড শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০০:৩৬
Share: Save:

কলাক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পুরস্কার পেলেন চন্দ্রকোনা রোডের ভাস্কর রতনকৃষ্ণ সাহা। বুধবার রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে স্মারক, শংসাপত্র-সহ ২ লক্ষ টাকার চেক তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দুর্লভগঞ্জের আদি বাসিন্দা রতনকৃষ্ণ বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে বলেন, ‘‘অসাধারণ অনুভূতি। ভাষায় বোঝাতে পারব না।’’

দীর্ঘ ২০ বছর মুম্বইয়ে আছেন রতনকৃষ্ণ। ব্রোঞ্জ আর পিতলে তিনি ফুটিয়ে তোলেন ভাস্কর্য। ৫৮ বছরের শিল্পী জাতীয় পুরস্কার পেলেন ‘দ্য টিফিন’ শিল্পকর্মের জন্য। স্টিলের টিফিন বক্স হাতে এক কৃষকের রূপ ফুটিয়ে তুলেছেন তিনি। সেই শিল্পকর্ম কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রদর্শনীতে পাঠিয়েছিলেন। গত ১ মার্চ তাঁকে জাতীয় পুরস্কার প্রাপ্তির খবর জানানো হয়। এই খবরে খুশির হাওয়া দুর্লভগঞ্জের বাড়িতেও। এখানে থাকেন তাঁর তিন দাদা ও বৌদিরা।

অন্য বিষয়গুলি:

Ram Nath Kovind Sculpture
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE