দিঘায় জগন্নাথ মন্দির তৈরিতে সরকারি টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে দিঘায় এক লক্ষ হিন্দুর সমাবেশ করার কথাও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৯ এপ্রিল মন্দিরটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছিলেন। তার আগে শুভেন্দুর এমন বক্তব্যে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। পাল্টা সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও।
বিরোধী দলনেতা শুক্রবার বীরভূমের রামপুরহাটের একটি সভা থেকে মমতার উদ্দেশে বলেছেন, “অযোধ্যায় রামমন্দির তৈরি করেছেন হিন্দুরা। কোনও সরকারি টাকায় তা হয়নি। এখানে ২০০ কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে মন্দির বলে চালাচ্ছেন।” বিরোধী দলনেতার হুঁশিয়ারি, “দীঘায় এক লক্ষ হিন্দুর সমাবেশ করে ওই জালি হিন্দু-অস্তিত্ব ফাঁস করব!” অনুব্রত মণ্ডলের জেলায় দাঁড়িয়ে শুভেন্দুর বক্তব্য, “বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে মমতা একটি নদীরও অস্তিত্ব রাখেননি। বালি তুলতে তুলতে সব নদীকে ধ্বংস করে দিয়েছেন। পাথর, কয়লা, বালির অবৈধ কারবার চলছে। ১০০ টাকা উঠলে ৭৫ টাকা ভাইপোর কাছে যাবে।” শুভেন্দুর বক্তব্যে আমল দেয়নি তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা মন্তব্য, “যত বেশি ভোটের কথা ভাবছেন, শুভেন্দু দিশাহারা হয়ে পড়ছেন। কোনও একটি বিষয়ে স্থির হতে পারছেন না! মুখে হিন্দু-হিন্দু করছেন, আর মন্দিরে আপত্তি তুলছেন!”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)