কলকাতা শহরে হকার নিয়ন্ত্রণে টাউন ভেন্ডিং কমিটির ভূমিকা নিয়ে এ বার প্রশ্ন তুললেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।
শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে কসবার এক বাসিন্দা অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে হকারেরা বসে গিয়েছেন। মেয়র জবাবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘টাউন ভেন্ডিং কমিটির সদস্যেরা হকারদের উপরে কোনও জোরই খাটাতে পারেন না। আমার কথা হকারেরা শুনবেন। অথচ, টাউন ভেন্ডিং কমিটির সদস্যেরা কিছুতেই জোর দিয়ে সে কথা বলতে পারবেন না! ওই কমিটির প্রতিনিধিদের কথা হকারেরা শুনছেন না। অরাজকতা চলছে। না-হলে নিউ মার্কেটে এ রকম অবস্থা হত না।’’
মেয়র জানান, নিউ মার্কেট এলাকায় রাস্তা দিয়ে হাঁটা যায় না। এক বার করে পুলিশ এসে হকারদের তুলে দেয়, কিন্তু ফের হকারেরা সেখানেই বসে পড়েন। তাঁর বক্তব্য, টাউন ভেন্ডিং কমিটির কথা হকারেরা কেউ শুনছেন না। মেয়রের কথায়, ‘‘হকারদের কোনও সংগঠনে কর্তৃপক্ষ ন্যায়-নীতি মেনে চলার কথা বললেই তৎক্ষণাৎ তাঁরা অন্য সংগঠনে চলে যান। অরাজকতা চলছে। টাউন ভেন্ডিং কমিটির পাঁচ-ছ’জন সদস্যের কথা হকারেরা শুনতেই চান না। কমিটিতে নেতৃত্বেরও অভাব রয়েছে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)