শনিবার রাতে দ্রুত গতিতে এ জে সি বসু রোড ধরে হাওড়ার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। প্রতীকী ছবি।
বর্ষবরণের রাতে গতির দৌরাত্ম্যের জেরে মৃত্যু হল এক মোটরবাইক চালকের। শনিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে হেস্টিংস থানা এলাকায় এ জে সি বসু রোডে। পুলিশ জানায়, মৃত তরুণের নাম পীযূষ ভগত। দুর্ঘটনায় বাইকের আরোহী এক যুবকও আহত হয়েছেন। বছর আঠারোর মৃত তরুণ হাওড়ার নিত্যধর মুখার্জি রোডের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে দ্রুত গতিতে এ জে সি বসু রোড ধরে হাওড়ার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। চালক এবং আরোহী দু’জনেই রাস্তায় পড়ে যান৷ রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত হেস্টিংস থানার পুলিশকর্মীরা। হাসপাতালে চিকিৎসকেরা পীযূষকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর যুবক হাসপাতালে চিকিৎসাধীন। কারও মাথাতেই হেলমেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।
অন্য দিকে, রবিবার দুপুর একটা নাগাদ রিজেন্ট পার্ক থানা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে মোটরবাইক দুর্ঘটনায় আহত হন এক জন। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। রবিবার ভোরে, ই এম বাইপাসে অজয়নগরের কাছে দুর্ঘটনা ঘটে। রুবির দিক থেকে আসার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি স্তম্ভে ধাক্কা মারে। আহত হন গাড়ির তিন যাত্রী। তবে কারও আঘাত গুরুতর নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy