এ বার নিউ টাউন থানার ভিতরেই মহিলা আধিকারিককে মারধরও থানায় ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। তাদের গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ।ধৃতদের নাম উজ্জ্বল কুমার ও কানহাইয়া কুমার। তারা বিহারের বাসিন্দা। বড়বাজারে ব্যবসা রয়েছে। নিউ টাউনের একটি ভাড়ার ফ্ল্যাটে থাকে। দোলের রাতে মত্ত অবস্থায় ওই দু’জন বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটায় বলে অভিযোগ।
পুলিশের দাবি, তাদের জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। অভিযোগ, সেই সময়ে অভিযুক্তেরা ওই মহিলা পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলে ও ধাক্কা মারে। যে ঘরে বসিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেখানেও তারা ভাঙচুর করে।
পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, পাঁচ নম্বর সেক্টরের দিক থেকে গাড়িটি আসছিল। অভিযুক্তদের পরীক্ষা করে নিশ্চিত হওয়া গিয়েছে যে, তারা মত্ত ছিল। ওই অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি ছোটাতে গিয়ে তারা বলাকা আবাসনের কাছে একটি পথ বিভাজিকায় ধাক্কা মারে।স্থানীয়েরা ওই দু’জনকে গাড়ি-সহ আটকে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তার পরেই এই ঘটনা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)