Advertisement
২২ জানুয়ারি ২০২৫
App Cab

CITU: ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ অ্যাপ-ক্যাব ও ট্যাক্সিচালকদের

অভিযোগ, সরকারি উদাসীনতার কারণে অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সিচালকদের মধ্যেযাত্রী প্রত্যাখ্যানের প্রবণতা বাড়ছে।

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ০৭:০৮
Share: Save:

বিকল্প জ্বালানির সাহায্যে বাস চালানো নিয়ে চিন্তাভাবনা করা হলেও এখনই ট্যাক্সি বা অ্যাপ-ক্যাব নিয়ে তেমন কিছু ভাবছে না রাজ্য সরকার। তাই ডিজ়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আঁচ সহ্য করেই পরিষেবা দিতে হচ্ছে হলুদ ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের। ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব সংগঠনের অভিযোগ, একাধিক বার ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে চিঠি দেওয়া হলেও রাজ্য সরকার সাড়া দেয়নি। সরকারের এই ‘উদাসীন’মনোভাবের প্রতিবাদে মঙ্গলবার ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে যৌথ ভাবে বিক্ষোভ দেখাল এআইটিইউসি-র হলুদ ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের সংগঠন।

এ দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলা ওই বিক্ষোভ সমাবেশে হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। সেই সঙ্গে অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে সরকারি নিয়ন্ত্রণের আনার দাবি জানান এআইটিইউসি-র নেতা অরুণ চট্টরাজ এবংঅরূপ মণ্ডল। তাঁদের অভিযোগ, অ্যাপ-ক্যাব সংস্থাগুলি চড়া ভাড়া নিলেও সেই অনুযায়ী প্রাপ্য চালকদের মেটাচ্ছে না। প্রায়ই বিভিন্ন অজুহাতে চালকদের প্রাপ্য টাকাকেটে নেওয়া হচ্ছে। পাশাপাশি হলুদ ট্যাক্সির চালকদের উপরে পুলিশি নির্যাতনের অভিযোগও উঠছে। এআইটিইউসি-র ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালক সংগঠনের আহ্বায়ক নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘সরকার ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের সমস্যা সম্পর্কে উদাসীন। ডিজ়েলের মূল্যবৃদ্ধির একতরফা আঁচ ট্যাক্সি এবংঅ্যাপ-ক্যাব চালকদের পোহাতে হচ্ছে। এ ভাবে সুষ্ঠু পরিষেবা দেওয়া অসম্ভব।’’

আরও অভিযোগ, সরকারি উদাসীনতার কারণে অ্যাপ-ক্যাব এবং ট্যাক্সিচালকদের মধ্যেযাত্রী প্রত্যাখ্যানের প্রবণতা বাড়ছে। টিকে থাকার জন্যই নির্দিষ্ট কিছু গন্তব্য বেছে নিতে হচ্ছে তাঁদের, যা সুষ্ঠু পরিষেবার স্বার্থে একেবারেই কাম্য নয়। তাই ট্যাক্সি এবংঅ্যাপ-ক্যাব চালকদের সমস্যা মেটাতে সরকার তৎপর না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন নওলকিশোরবাবু। ইতিমধ্যেই সব ক’টি শ্রমিক সংগঠনের আওতায় থাকা ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের যৌথ মঞ্চ তৈরি হয়েছে। ওই মঞ্চের পক্ষ থেকেও আন্দোলনের
প্রস্তুতি চলছে।

অন্য বিষয়গুলি:

App Cab CITU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy