Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Kolkata Traffic Jam

দুপুর ২টো থেকে কয়েক ঘণ্টা মধ্য কলকাতার বহু রাস্তায় যান নিয়ন্ত্রণ, মঙ্গলে শহরে যানজটের সম্ভাবনা

শহরের ৯০টির বেশি পুজো কমিটি এ বার কার্নিভালে অংশগ্রহণ করবে। বিকেল সাড়ে চারটে থেকে কার্নিভাল শুরু হবে। অনুমান করা হচ্ছে, চার ঘণ্টার বেশি সময় ধরে রেড রোডে এই কার্নিভাল চলবে।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ০৭:৪৪
Share: Save:

আজ, মঙ্গলবার রেড রোডে পুজোর কার্নিভাল। শহরের কেন্দ্রস্থলে এই কার্নিভালকে কেন্দ্র করে রেড রোড এবং সংলগ্ন একাধিক রাস্তা কয়েক ঘণ্টা ধরে পুলিশি বিধির নির্দেশিকায় আটকে থাকায় প্রতি বছরের মতোই যানজটের আশঙ্কা থাকছে। এ বছর সেই আশঙ্কা আরও বাড়াচ্ছে ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’-এর ডাকা বিকেল চারটেয় ‘দ্রোহের কার্নিভাল’ কর্মসূচি। এই দু’টি কার্নিভালের কাছাকাছি সময়ে ধর্মতলা চত্বরে জুনিয়র চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি রয়েছে। চিকিৎসকদের আয়োজিত দ্রোহের কার্নিভাল হবে রানি রাসমণি রোডে। পুজোর কার্নিভালের পাশাপাশি, এই দু’টি কর্মসূচির জেরে দীর্ঘ সময় শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।এরই মধ্যে পুজো কার্নিভালের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের আয়োজনে মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে শহর জুড়ে যানজট তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকল্প পথে গাড়ি ঘুরিয়ে শহর সচল রাখার আশ্বাস লালবাজার দিলেও সংশয় কাটছে না।

শহরের ৯০টির বেশি পুজো কমিটি এ বার কার্নিভালে অংশগ্রহণ করবে। বিকেল সাড়ে চারটে থেকে কার্নিভাল শুরু হবে বলে জানানো হয়েছে। অনুমান করা হচ্ছে, চার ঘণ্টার বেশি সময় ধরে রেড রোডে এই কার্নিভাল চলবে। যদিও তার প্রায় দু’ঘণ্টা আগেই, অর্থাৎ দুপুর ২টো থেকে মধ্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার জানিয়েছে। দুপুর দুটো থেকে কার্নিভাল শেষ হওয়া পর্যন্ত, প্রায় ঘণ্টা ছয়েক ধরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে। ওই সময়ের মধ্যে রেড রোড, কুইন’স ওয়ে, লাভার্স লেন, পলাশি গেট এবং এসপ্লানেড র‌্যাম্প বন্ধ রাখা হবে। এ ছাড়া সকালের দিকে এই রাস্তাগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এ দিন দুপুর দুটো থেকে উত্তরমুখী হসপিটাল রোডেও বিসর্জনের গাড়ি ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। বিধিনিষেধ থাকবে খিদিরপুর রোড, ডাফরিন রোডেও।

পুলিশ সূত্রের খবর, রেড রোড সংলগ্ন রাস্তায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ থাকছে এ দিন। বেলা বারোটা থেকে মেয়ো রোড, আর এন মুখার্জি রোড, হেয়ার স্ট্রিট, ক্যাথিড্রাল রোড, জওহরলাল নেহরু রোড, কুইন’স ওয়ে, বেন্টিঙ্ক স্ট্রিট-সহ একাধিক রাস্তায় সমস্ত ধরনের পার্কিং বন্ধ রাখা হবে। কার্নিভাল দেখতে আসা দর্শকদের গাড়ি রাখতে ময়দান সংলগ্ন এলাকায় বিকল্প ব্যবস্থা করা হয়েছে। লালবাজারের নির্দেশিকায় জানানো হয়েছে, কার্নিভাল দেখতে যে সব দর্শক হেঁটে ধর্মতলা বা খিদিরপুর থেকে রেড রোডে আসবেন, তাঁদের জন্য নির্দিষ্ট রাস্তা থাকছে। পুলিশি নির্দেশিকায় তাঁদের উদ্দেশ্যে বলা হয়েছে, এ জে সি বসু রোড, চৌরঙ্গি রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড বা আর আর অ্যাভিনিউ ব্যবহার করতে।

পুজোর ছুটি কাটিয়ে সোমবার থেকে শহরের একাধিক প্রতিষ্ঠানে পুরোদমে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যায় পথে অফিসফেরত মানুষের ভিড় এবং গাড়ির চাপও দেখা যাচ্ছে। ফলে আজ, মঙ্গলবারও গাড়ির চাপ থাকলে পথের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও অতিরিক্ত পুলিশ নামিয়ে পরিস্থিতি সামলানোর আশ্বাস দিচ্ছে লালবাজার।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুজো কার্নিভালকে কেন্দ্র করে রেড রোড এবং সংলগ্ন রাস্তায় প্রায় দু’হাজার অতিরিক্ত পুলিশকর্মী থাকবেন। যে যে পথে গাড়ির চাপ বাড়তে পারে, সেখানেও সকাল থেকে পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশের ব্যবস্থা করা হচ্ছে। লালবাজারের এক কর্তার আশ্বাস, ‘‘প্রতি বারই দক্ষ হাতে পরিস্থিতি সামলানো হয়। এ বারও সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE