প্রতীকী ছবি।
পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত কাদের খানের জামিনের আবেদন বুধবার খারিজ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রের খবর, কাদেরের ভাই হায়দর জামিনের আবেদনের পক্ষে সওয়াল করেন। তিনি জানান, গ্রেফতারের পরে প্রায় চার বছর ধরে কাদের জেলে রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। দ্রুত মামলাটির নিষ্পত্তি হওয়ার আশা নেই। তাই তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া যেতে পারে।
জামিনের বিরোধিতা করে হাইকোর্টের সরকারি কৌঁসুলি শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, ঘটনার পরে অভিযুক্ত পালিয়ে গিয়েছিল। বিচার প্রায় শেষ হওয়ার মুখে। এই অবস্থায় জামিন দেওয়া উচিত হবে না।
২০১২ সালে পার্ক স্ট্রিটে গণধর্ষণের ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত কাদের ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল। চার বছর পরে দিল্লির নয়ডা থেকে তাকে গ্রেফতার করে কলকাতায় আনেন লালবাজারের গোয়েন্দারা। ইতিমধ্যেই ওই ঘটনায় রুমান খান, নাসের খান ও সুমিত বজাজ নামে তিন যুবককে দশ বছর সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy