নির্মাণ-বর্জ্য সংগ্রহ, তার পরিবহণ ও প্রক্রিয়াকরণের জন্য উৎপাদকের থেকে কত টাকা নেওয়া হবে, তা ধার্য করল কলকাতা পুরসভা। নতুন নীতি অনুযায়ী, ৫০০ বর্গমিটারের বেশি এবং তার থেকে কম এলাকার ক্ষেত্রে আলাদা টাকা ধার্য করা হয়েছে। এই দুই ভিন্ন মাপের এলাকায় কত পরিমাণ নির্মাণ-বর্জ্য উৎপন্ন হচ্ছে এবং বর্জ্যের সংগ্রহস্থল থেকে প্লান্টের দূরত্ব কত, তার নিরিখে পরিবহণ ও প্রক্রিয়াকরণ বাবদ বর্জ্য উৎপাদকের থেকে ওই টাকা নেওয়া হবে বলে স্থির হয়েছে। এত দিন এ সবের উল্লেখ ছিল না পুর নথিতে। কিন্তু, সারা দেশেইনির্মাণ-বর্জ্যের (কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলিশন ওয়েস্ট) যথাযথ ব্যবস্থাপনায় জাতীয় পরিবেশ আদালত বাড়তি গুরুত্ব দেওয়ায় নতুন এই নীতির প্রণয়ন।