Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
kolkata traffic police

ট্রাফিক সিগন্যালে তরুণীকে দেখে কটূক্তি! গ্রেফতার মত্ত বাইকচালক

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৯ ধারায় মামলা রুজু করেছে। এ ছাড়া ১৮৫ মোটর ভেইকেল্স অ্যাক্টেও মামলা করে ট্রাফিক পুলিশ।

প্রতীকী ছবি। গ্রাফিক: তিয়াসা দাস।

প্রতীকী ছবি। গ্রাফিক: তিয়াসা দাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ১৪:৫০
Share: Save:

ট্রাফিক সিগন্যালে এক তরুণীকে দেখে কটূক্তি এবং অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে গ্রেফতার হতে হল মত্ত বাইকচালককে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসে।

পুলিশ জানিয়েছে, রাত ন’টা নাগাদ ব্যক্তিগত গাড়িতে ওই তরুণী তাঁর এক সঙ্গীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। ইএম বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে রাম শর্মা নামে এক বাইকআরোহী তাঁদের দেখে কটূক্তি করেন বলে অভিযোগ। এর প্রতিবাদ করলে, ওই তরুণীর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রাম। ওই এলাকার কর্তব্যরত পুলিশ কর্মীদের বিষয়টি জানান ওই দু’জনে।

রাজডাঙা মেন রোডের বাসিন্দা ওই তরুণী এর পর গরফা থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৯ ধারায় মামলা রুজু করেছে। এ ছাড়া ১৮৫ মোটর ভেইকেল্স অ্যাক্টেও মামলা করে ট্রাফিক পুলিশ। ওই রাতেই সোনারপুরের বাসিন্দা রাম শর্মাকে গ্রেফতার করা হলেও, বৃহস্পতিবার অবশ্য ওই যুবক জামিন পেয়ে যান।

আরও পড়ুন: জল সরতেই ফুটে উঠেছে রাস্তার কঙ্কালসার ছবি, প্রাণ হাতে ঝুঁকির যাত্রা শহরবাসীর

বিনিয়োগের নামে প্রতারণা, গ্রেফতার ১

প্রতি রাতেই বিশেষ অভিযান চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। বিশেষ করে বেপরোয়া বাইক এবং গাড়ি চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। পুলিশের এক পদস্থ অফিসার বলেন, “আমাদের অভিযান চলবে। অভিযোগ এলেই কড়া পদক্ষেপও করা হবে।”

অন্য বিষয়গুলি:

Traffic Police Kolkata Traffic Police Arrest Crime EM Bypass Drunken Bike Riders
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy