Advertisement
০২ নভেম্বর ২০২৪
Congress

যুব কংগ্রেসের বিক্ষোভে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে চাঁদনি চক এলাকায় পুলিশের সঙ্গে তাঁদের প্রথমে ধস্তাধস্তি শুরু হয়।

এই মিছিল চলাকালীনই ধস্তাধস্তি শুরু হয়।

এই মিছিল চলাকালীনই ধস্তাধস্তি শুরু হয়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১১:৩৫
Share: Save:

বাড়তি বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে যুব কংগ্রেসের বিক্ষোভে ধস্তাধস্তি বাধল পুলিশের সঙ্গে। কলকাতায় বিদ্যুতের মাসুল যথেষ্ট বেশি এবং গ্রাহকদের বাড়তি বিলের বোঝা বইতে হচ্ছে, রাজ্য সরকার কোনও সমাধান করছে না, এই অভিযোগে শনিবার সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। হাতে ঝাঁটা ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে আসেন মহিলারা। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে চাঁদনি চক এলাকায় পুলিশের সঙ্গে তাঁদের প্রথমে ধস্তাধস্তি শুরু হয়। তার পরে লাঠি চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আহত হন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান। গ্রেফতার করা হয় ৫০ জনের বেশি যুব কংগ্রেস কর্মী-সমর্থককে। শাদাব বলেন, ‘‘লকডাউনের সময়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছিলেন, ২৫ লক্ষ মানুষকে দু’মাসের বিল দিতে হবে না। সেই প্রতিশ্রুতির কী হল? একটি বেসরকারি সংস্থারই একচেটিয়া কারবার বন্ধ করতে হবে।’’ সিইএসসি ও রাজ্য সরকারের গাঁটছড়া’র বিরুদ্ধে তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন শাদাব।

অন্য বিষয়গুলি:

Congress Kolkata Police Indian Youth Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE