এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রাথমিক তদন্তের পরে পুলিশ অবশ্য জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, দাঁড়িয়ে থাকা বাসটি চলতে শুরু করলে ওই ব্যক্তি বাসের নীচে ঢুকে যান। এর ফলেই বাসের পিছনের চাকায় পিষ্ট হন তিনি।
শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে নিউ মার্কেট থানা এলাকার জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে। মৃতের নাম সঞ্জয় রায় (৩৪)। তাঁর বাড়ি জলপাইগুড়ির ভবানীনগরে। আপাতত নিউ মার্কেট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুরমামলা রুজু করে তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে সঞ্জয়ের বাড়িতে। তবে রাত পর্যন্ত মৃতের পরিবারের তরফে পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। নিউ মার্কেট থানার সঙ্গে ঘটনার তদন্তে সহযোগিতা করছেকলকাতা ট্র্যাফিক পুলিশের ফেটাল স্কোয়াড।
পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। সল্টলেক-আমতলা রুটের ২৩৫ নম্বর বেসরকারি বাসটি দাঁড়িয়েছিল ধর্মতলা মোড়ে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে তদন্তকারীরা জেনেছেন, বাসটি চলতে শুরু করলে সঞ্জয় আচমকাই বাসের নীচে ঢুকে যান। তাতেই বাসের পিছনের চাকায় পিষ্ট হন তিনি।
ওই ব্যক্তি কবে কলকাতায় এসেছিলেন, এখানে কোথায় ছিলেন— সে সব এখনও জানা যায়নি। ঘটনার পরেই বাস নিয়ে পালান চালক। এক পুলিশ আধিকারিক জানান, কেন ওই ব্যক্তি আচমকা বাসের নীচে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy