Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Harassment

পুজোর রাতে প্রহৃত রেস্তরাঁর মালিক-দম্পতি, আপস মীমাংসার ‘পরামর্শ’ দিল পুলিশই

স্থানীয় সূত্রের খবর, সিঁথি এলাকার বাসিন্দা ওই দম্পতির পাশাপাশি দু’টি রেস্তরাঁ রয়েছে দমদম স্টেশন রোডে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রেস্তরাঁ বন্ধ করার সময়ে দু’টি মোটরবাইকে চেপে চার যুবক সেখানে আসে।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ০৭:৫২
Share: Save:

একটি রেস্তরাঁর বৃদ্ধ মালিককে মারধর এবং তাঁর স্ত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল কয়েক জন যুবকের বিরুদ্ধে। রবিবার, দশমীর রাতে ঘটনাটি ঘটেছে সিঁথি থানা এলাকার দমদম স্টেশন রোডে। ওই দম্পতির ছেলের অভিযোগ, হামলাকারীদের প্রথমে আটক করেও পরে ছেড়ে দেয় পুলিশ। ওই যুবক আরও জানিয়েছেন, এক পুলিশকর্মী তাঁদের পরামর্শ দেন, অভিযোগ না করে ঘটনাটি যেন আপস মীমাংসায় মিটিয়ে নেওয়া হয়। লালবাজার অবশ্য জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কোনও পুলিশকর্মীর গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের ছাড়া হবে না।

স্থানীয় সূত্রের খবর, সিঁথি এলাকার বাসিন্দা ওই দম্পতির পাশাপাশি দু’টি রেস্তরাঁ রয়েছে দমদম স্টেশন রোডে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ রেস্তরাঁ বন্ধ করার সময়ে দু’টি মোটরবাইকে চেপে চার যুবক সেখানে আসে। অভিযোগ, তারা প্রথমে রেস্তরাঁ-মালিককে হুমকি দেয়। তিনি কারণ জানতে চাইলে ওই যুবকেরা বলে, রেস্তরাঁর কর্মীরা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গালিগালাজ করেছেন। বৃদ্ধের অভিযোগ, এর পরে বিনা প্ররোচনায় ওই চার যুবক রেস্তরাঁর কর্মীদের মারধর করতে থাকে। বৃদ্ধ বাধা দিতে গেলে তাঁকেও মেরে মোবাইল ফোন ভেঙে দেয় অভিযুক্তেরা। ওই দম্পতির ছেলে অভিযোগে জানিয়েছেন, গোলমাল শুনে তাঁর মা রেস্তরাঁ থেকে বেরিয়ে এলে চার যুবক তাঁকে যৌন হেনস্থা করে।

দম্পতির ছেলের দাবি, তিনি থানায় খবর দিলে এক অফিসার ঘটনাস্থলে আসেন। অভিযোগ, তাঁর সামনেই অভিযুক্তেরা ফের গালিগালাজ করে রেস্তরাঁ-মালিক ও তাঁর স্ত্রীকে। ওই যুবকের দাবি, এর পরে তিন অভিযুক্তকে আটক করে ওই পুলিশ অফিসার থানায় নিয়ে যাওয়ার কথা বললেও তারা থানায় যায়নি। মাঝপথেই চম্পট দেয়। এমনকি, গোটা ঘটনাটি পুলিশ তাঁদের আপসে মিটিয়ে নিতে পরামর্শ দেয় বলেও অভিযোগ করেছেন দম্পতির ছেলে। পরে অবশ্য সিঁথি থানা মামলা রুজু করে।

পুলিশ জানিয়েছে, দম্পতির অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

অন্য বিষয়গুলি:

harassment Sexual Harassment Lynching
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE