শহরে মিছিলের অনুমতি চেয়ে এ বার হাই কোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, এ নিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। তাই কর্মসূচি পালনের আবেদন নিয়ে এ বার তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।
মঙ্গলবার চাকরিপ্রার্থীদের মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবার সকাল সাড়ে ১০টায় সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন মহামিছিলের ডাক দিয়েছে। সংগঠনগুলির সূত্রে জানা গিয়েছে, ওই দিন ৩ দিক থেকে মিছিল করে ধর্মতলার মেট্রো চ্যানেলে জমায়েতের পরিকল্পনা রয়েছে। কিন্তু তাতে পুলিশ আপত্তি জানিয়েছে বলে চাকরিপ্রার্থীদের একাংশের দাবি।
আরও পড়ুন:
-
আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
-
জোশীমঠ তিন ভাগ, বিপজ্জনক বাড়িতে পড়ছে লাল কালি, যে ভাবে ভাঙা হচ্ছে ‘ডুবন্ত’ শহর
-
যে বোলিং অ্যাকশনে সাফল্য, সেটিই ভোগাচ্ছে বুমরাকে! তিন ধরনের ক্রিকেটে কি আর ফেরা সম্ভব?
-
পরিচালক অনীক দত্ত অসুস্থ, তড়িঘড়ি ভর্তি করানো হল হাসপাতালে
চাকরিপ্রার্থীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ জানুয়ারি হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং কলেজ স্ট্রিট থেকে মিছিল করার পরিকল্পনা রয়েছে। ধর্মতলায় বেলা ১২টা থেকে শুরু হবে মূল কর্মসূচি। স্বচ্ছভাবে নিয়োগের দাবি তুলেছেন তাঁরা।