Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Bridge

Damodar River: দামোদরের জলস্তর বেড়ে ভাঙল একাধিক বাঁশের সেতু, বিপাকে তিনটি ব্লকের বাসিন্দারা

দামোদর নদের জলস্তর বেড়ে ভেঙে গেল চারটি বাঁশের সেতু। তার জেরে বিপাকে হুগলির একটি অংশের বাসিন্দারা।

বাঁশের সেতু ভেঙে বিপাকে।

বাঁশের সেতু ভেঙে বিপাকে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৭:০৬
Share: Save:

দামোদর নদের জলস্তর বেড়ে ভেঙে গেল চারটি বাঁশের সেতু। তার জেরে বিপাকে হুগলির একটি অংশের বাসিন্দারা। দুর্গাপুর বাঁধ থেকে জল ছাড়ার ফলেই দামোদরের জলস্তর বেড়েছে বলে মনে করা হচ্ছে।

রবিবার সকালে দামোদরের জলস্তর আচমকা বাড়তে শুরু করে। জলের তোড়ে হুগলির তারকেশ্বরের জিয়ারা ঘাটের বাঁশের সেতুটি ভেঙে পড়ে। অন্য দিকে ধনিয়াখালির নিশ্চিন্তপুর ঘাট, কালিকাপুর ঘাট এবং কুমড়ুলের ফেরিঘাটে থাকা বাঁশের সেতুও জলের তোড়ে ভেঙে পড়ে। যার জেরে অসুবিধায় পড়েছেন হুগলি জেলার ওই তিনটি ব্লকের বহু মানুষ।

সময় বাঁচাতে ধনিয়াখালি, তারকেশ্বর এবং পুরশুড়া এলাকার মানুষজন ওই বাঁশের সেতু দিয়ে যাতায়াত করেন। বিশেষ করে প্রতি দিন সব্জি চাষীরা তাঁদের কৃষিপণ্য নিয়ে যেতেন তিনটি ব্লকের বাজারে। অন্য দিকে অনেক সাধারণ মানুষও এই সেতু ব্যবহার করেন। বাঁশের সেতু ভেঙে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন সকলেই। তাঁরা পাকা সেতুর দাবি তুলেছেন।

অন্য বিষয়গুলি:

Bridge Damodar River Bamboo Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE