পুরসভার কাছে প্রস্তাব রাখা হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এ বার তাই ব্যক্তিগত উদ্যোগে নিজের ওয়ার্ডে অস্থায়ী ও চুক্তিভিত্তিক পুরকর্মীদের স্বাস্থ্য বিমা করালেন এক পুরপ্রতিনিধি। মঙ্গলবার, দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। এ দিন একটি অনুষ্ঠানে শতাধিক অস্থায়ী পুরকর্মীর হাতে স্বাস্থ্য বিমার নথি তুলে দিয়ে স্থানীয় পুরপ্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, তিনি চলতি বছরেই পুরসভার বাজেট সংক্রান্ত বৈঠকে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্য বিমা করানোর প্রস্তাব দিয়েছিলেন। দেখা যায়, পুরপ্রতিনিধিদের বেতন বৃদ্ধির সঙ্গে স্বাস্থ্য বিমার জন্য ব্যয় বরাদ্দ হয়েছে। কিন্তু পুরকর্মীদের বেতন বৃদ্ধি হলেও স্বাস্থ্য বিমার জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করা হয়নি।
দেবাশিসের দাবি, মুখ্যমন্ত্রী, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শিক্ষামন্ত্রী— সকলেই মানুষের জন্য কাজ করছেন। তাতে উৎসাহিত হয়েই তিনি তাঁর ওয়ার্ডে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী পুরকর্মীদের জন্য এই পদক্ষেপ করছেন। তিনি তাঁর সারা বছরের বেতন এবং সেই সঙ্গে ব্যক্তিগত অর্থ যোগ করে ১১৪ জন অস্থায়ী পুরকর্মীর জন্য এই বিমা করিয়েছেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ পার্থ বর্মা জানান, আলাদা করে স্বাস্থ্য বিমার জন্য পৃথক ব্যয় বরাদ্দ না থাকলেও অস্থায়ী পুরকর্মীদের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রতি মাসে প্রায় ৭০০ টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)