(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শওকত মোল্লা। ছবি: সংগৃহীত।
সদ্য চোখে অস্ত্রোপচার হয়েছে। ফিরেও এসেছেন আমেরিকা থেকে। তার পর এই প্রথম বার রাজনীতির মঞ্চে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত আমতলার দলীয় কার্যালয়ে যান তিনি। সেখানে দেখা করেন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি আসনে উপনির্বাচন রয়েছে। তার আগে ‘সেনাপতি’কে ফের রাজনীতির ময়দানে নামতে দেখে উজ্জীবিত দলীয় কর্মীরাও। শনিবার দুপুরে আমতলার দলীয় কার্যালয়ে যান অভিষেক। তিনি পৌঁছতেই তাঁকে ঘিরে জয়ধ্বনি ওঠে। স্থানীয় নেতৃত্বের অনেকেই তাঁর হাতে উপহার তুলে দেন। গত বৃহস্পতিবার অভিষেকের জন্মদিন ছিল। সেই উপলক্ষে তিনি তাঁর পটুয়াপাড়ার বাড়ির সামনে অনুগামী, শুভার্থী এবং হিতৈষীদের সঙ্গে দেখা করতে নেমে এসেছিলেন। সে দিনও দলীয় কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়েছিল তাঁর বাড়ির সামনে।
কালীপুজোর আগেই আমেরিকা থেকে ফিরেছেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কালীপুজোতেও গিয়েছিলেন তিনি। কিন্তু চোখে অস্ত্রোপচারের পর রাজনীতির মঞ্চে এই প্রথম বার দেখা গেল অভিষেককে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy