হাওড়ার সাঁকরাইলে শিল্পপার্কের প্লাস্টিক কারখানায় আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ফুডপার্কের একটি প্লাস্টিকজাত দ্রব্য তৈরির কারখানায় আগুন লাগে। ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। যদিও স্থানীয় সূত্রে দাবি, দমকল আসতে খানিক দেরিই হয়েছে এলাকায় যানজটের কারণে। যার ফলে দমকল এসে পৌঁছোতে পৌঁছোতেই আগুনের মাত্রা বেড়ে যায়। স্থানীয়দের দাবি, আড়াই ঘণ্টা ধরে চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন। বরং, যে ভাবে হাওয়া বইছে, তাতে আগুন ছড়ানোর আরও সম্ভাবনা রয়েছে। আশপাশে আরও অনেক কারখানা রয়েছে। তার ফলে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় আতঙ্ক আরও বেড়েছে।
কারখানার শ্রমিকেরা জানান, কারখানার ভিতরে প্লাস্টিকজাত বহু দ্রব্য মজুত রয়েছে। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। শুধু প্লাস্টিকের সামগ্রীই নয়, মজুত ছিল রাসায়নিক দ্রব্যও। তবে আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কারখানার শ্রমিকেরা জানান, আগুন লেগেছে দেখতে পেয়েই তাঁরা সকলে বাইরে বেরিয়ে এসেছিলেন। ভিতরে কেউ আটকে নেই।