আর জি কর-কাণ্ডের নির্যাতিতা চিকিৎসকের পরিবারের পর এ বার ভোট পরিবর্তী সন্ত্রাসে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করল।
অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার শনিবার অভিযোগ করেন, ভোট পরিবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের গাফিলতির কারণে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে। সিবিআইকে বারবার বলা সত্ত্বেও তারা নির্দিষ্ট দিনে আদালতে উপস্থিত থাকছে না। আমরা এ বার সিবিআইয়ের উপর আপাতত আর কোনও আস্থা রাখতে পারছি না। সেই সঙ্গে কেন তিন বছরেও সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সেই প্রশ্নও তুলেছেন বিশ্বজিৎ। যদিও রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘আমরাও বিষয়টি নিয়ে বিচলিত। আমরা পরিবারের সঙ্গে সমব্যথী। আমরা সিবিআইয়ের দীর্ঘসূত্রিতায় আস্থা না হারালেও হতাশ। তবে আদালতের উপর আমাদের আস্থা আছে। আমরা খোঁজ নিচ্ছি। আমাদের কর্মী খুন হয়েছিলেন। তাঁর ন্যায় বিচার হবেই।’’
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর কলকাতার বেলেঘাটায় খুন হয়েছিলেন বিজেপি নেতা অভিজিৎ সরকার। সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ হয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)