রাজ্যে সিপিএমের ভোট-ব্যাঙ্কে খরা চললেও দলের যুব সংগঠনে সদস্যসংখ্যা বেড়েছে। অনলাইনে নয়, সকলের কাছে গিয়ে সদস্যপদ করানো হয়েছে বলে এই সংখ্যায় উৎসাহ পাচ্ছেন সিপিএমের যুব নেতৃত্ব। কলকাতা বইমেলায় ডিওয়াইএফআইয়ের মুখপত্রের স্টলে শুক্রবার সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, ‘‘এই বছর আমাদের সদস্যপদ বেড়েছে। সেই সংখ্যাটা প্রায় ৫১ হাজার। রাজ্যে ২০২১ থেকে ২০২৫, এই সময় কালে ডিওয়াইএফআইয়ের প্রায় দু’লক্ষ ৫০ হাজার সদস্য বেড়েছে। চেষ্টা করব যাঁদের কাছে আমরা পৌঁছতে পারলাম না, তাঁদের কাছেও পৌঁছনোর।’’ তাঁর সংযোজন, ‘‘আমরা অনলাইনে সদস্য করি না। সদস্য করা হয় প্রত্যেকের কাছে পৌঁছে। সদস্যসংখ্যার চেয়ে বেশি যুবক-যুবতী সংগঠনের লড়াই আন্দোলনে যুক্ত থাকেন।’’ রাজ্যে প্রায় সাড়ে ৩১ লক্ষ সদস্য রয়েছে ডিওয়াইএফআইয়ের। মীনাক্ষীরা ঘোষণা করেছেন, আগামী ২১-১৩ জুন বহরমপুরে যুব সংগঠনের রাজ্য সম্মেলন হবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)