ভরা দুপুরেও যেন অদ্ভুত আঁধার নেমে এসেছে মামাভাগিনায়। কারও ফোন বন্ধ। আবার কারও বাড়ির দরজায় তালা। গত বছর কলকাতা হাই কোর্টের চাকরি বাতিলের নির্দেশের পর গ্রামে যে হাহাকারের ছবি দেখা গিয়েছিল, বৃহস্পতিবার তা-ই যেন বদলে গেল নিস্তব্ধতায়!
উত্তর ২৪ পরগনার বাগদার মামাভাগিনা হল সেই ‘সৎ রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলের গ্রাম, যে নাম নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন বার বার সংবাদের শিরোনামে উঠে এসেছিল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস ভিডিয়োবার্তায় ‘সৎ রঞ্জন’ নামে এক ব্যক্তির কথা জানিয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন, তিনি নাকি টাকার বিনিময়ে বহু চাকরি দিয়েছেন। পরে ‘রঞ্জন’ গ্রেফতারও হন। বৃহস্পতিবারের রায়ে যাঁদের চাকরি বাতিল হল, তাঁদের অনেকেই সেই রঞ্জনের গ্রাম এবং তার আশপাশের এলাকার বাসিন্দা।
আরও পড়ুন:
-
পরীক্ষা নিচ্ছিলেন স্কুলে, হঠাৎ খবর এল, চাকরি নেই! কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন শিক্ষক, মাথায় হাত প্রধানশিক্ষকদেরও
-
২০১৯ সালে নিয়োগ, ’২১-এ দুর্নীতির অভিযোগ, ২০২৫-এ চাকরি বাতিল! একনজরে এসএসসি দুর্নীতি মামলা
-
‘মৃত্যুদণ্ডের সমান’! বলছেন অনেকে, চাকরি বাতিলে অথৈ জলে বহু ‘শিক্ষক’, প্রশ্ন: কেন আলাদা হল না যোগ্য-অযোগ্য?
গ্রামবাসীরাই জানান, এত লোক সেই সময় শিক্ষকতার চাকরি পেয়েছিলেন যে, গ্রামের নামও মামাভাগিনা মাস্টার পাড়া হয়ে গিয়েছে। কেবল মামাভাগিনা নয়, আশপাশের চড়ুইগাছি কুরুলিয়া, রামনগর-সহ গোটা বাগদা ব্লকের প্রচুর ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। এক জনের কথায়, ‘‘যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের বেশ কয়েক জন অবৈধ ভাবে চন্দনকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলেই মনে হয়।’’

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় স্কুলে ক্লার্কের চাকরি পেয়েছিলেন গ্রামের মিঠুন বিশ্বাস। তাঁর মা ষষ্ঠী বিশ্বাস বলেন, ‘‘চন্দন মণ্ডলকে চাষের জমি বিক্রি করে দু’লক্ষ টাকা দিয়ে ছেলের চাকরি হয়েছিল। ছেলের বউ-মেয়ে রয়েছে। কী হবে এখন?’’
পুরনো স্মৃতি উস্কে গ্রামের বাসিন্দারা অনেকে জানান, কয়েক বছর আগে ভোর থেকে রাত পর্যন্ত দূরদূরান্ত থেকে আসা লোকজনের দীর্ঘ লাইন পড়ত চন্দনের বাড়িতে। দাবি, সকলেই চাকরির জন্য যেতেন সেখানে। গ্রামবাসী শ্যামলী মণ্ডলেরও দাবি, চন্দনকে টাকা দিয়েই ছেলে ভীম মণ্ডলের চাকরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার স্কুলে। বৃদ্ধার কথায়, ‘‘চাকরির জন্য চন্দনকে দু’লক্ষ টাকা দিয়েছিলাম আমরা।’’
তবে সকলেই অবৈধ ভাবে চাকরি পেয়েছিলেন, এ কথা মানতে রাজি নন গ্রামবাসীরা। নাম প্রকাশে অনিচ্ছুক, চাকরি যাওয়া এক তরুণীর কথায়, ‘‘পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম। এখন তো মুড়ি মিছরি এক হয়ে গেল! বাড়ির বাইরে বেরোতে লজ্জা হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
- এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল।
- রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
-
নিয়োগ প্রক্রিয়া থেকে ‘দাগিদের’ বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য এবং এসএসসি
-
নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধন এসএসসির, জেনারেলের মতোই আবেদন করতে হবে ওবিসিদের
-
আদালত অবমাননার আশঙ্কা, তাই নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তি আইনি লড়াই চলবে, বললেন মমতা
-
উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না, ‘অযোগ্য’দের আর্জি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট
-
থানায় হাজিরা দিতেই হবে দুই চাকরিহারা শিক্ষককে! বিকাশ ভবনের সামনে লোকসংখ্যাও কমাতে হবে, বলল হাই কোর্ট