Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Death

ঝুলন্ত দেহ উদ্ধার, চর্চায় চাকরির নাম করে টাকা

নিমাই বা তাঁর ছেলে কিছু দিন ধরে ভাড়া বাড়িতে নেই বলে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গিয়ে নিমাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
হেঁড়িয়া শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৯:৩১
Share: Save:

রাজ্যে একাধিক পুরসভায় নিয়োগ-দুর্নীতির তদন্তে সিবিআই ফের সক্রিয়। এই আবহে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের অফিসের কর্মী হিসেবে পরিচিত এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায়। মৃত নিমাই নন্দী (৪৫)আদতে বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। তিনি বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ।

নিমাই বা তাঁর ছেলে কিছু দিন ধরে ভাড়া বাড়িতে নেই বলে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গিয়ে নিমাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে। খেজুরি-১ ব্লকের কৃষ্ণনগরের ওই বাড়ির মালিক বলাই সাহু ও বিশ্বজিৎ সাহুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয়দের দাবি, গলায় ফাঁস থাকলেও নিমাইয়ের পা ছিল মাটি ছুঁয়ে। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ বাগের দাবি, “নিমাই ডিএম অফিসের কর্মী বলে পরিচয় দিতেন। শুনেছি, চাকরি নামে টাকা তুলেছেন।” একই দাবি স্থানীয় বিজেপি নেতাদের। তাঁরা এতে তৃণমূল-যোগের অভিযোগ করলেও শাসক দল তা উড়িয়ে দিয়েছে। এসডিপিও (কাঁথি) দিবাকর দাস বলেন, “কোথাও চাকরি করতেন কি না, জানা নেই। বাকি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।”

অন্য বিষয়গুলি:

Death East Midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE