কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে সরব হল মুসলিম পার্সোনাল ল’বোর্ড-সহ বিভিন্ন সংগঠন। তাদের প্রতিবাদে পাশে দাঁড়াল সিপিএম ও কংগ্রেস। মুসলিম পার্সোনাল ল’বোর্ডের সঙ্গেই বাংলার একাধিক সংখ্যালঘু সংগঠন সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রতিবাদ-সভার আয়োজন করেছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকারের এই চেষ্টার বিরুদ্ধে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ করতে হবে। বামপন্থীরা সংসদে তাঁদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। শুধু মুখের কথা নয়, নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে কারা লড়তে চায়, কাজে বোঝাতে হবে।’’
মুসলিম সংগঠনগুলির প্রতিবাদকে সমর্থন জানিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও এ দিন বলেছেন, ‘‘আমাদের দল প্রথম দিন থেকেই ওয়াকফ বিলের প্রতিবাদ করছে। মুসলিমদের হাতে প্রচুর জমি চলে গিয়েছে, এই রকম অপপ্রচার চালিয়ে কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল এনে মুসলিম সমাজের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।’’ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও শুধু ভোটের সময়ে সংখ্যালঘুদের কথা বলে, দাবি করে কংগ্রেসের প্রাক্তন সাংসদ বলেছেন, ইমাম-মোয়াজ্জিমদের ভাতা সরকার থেকে আসে না। সেটা ওয়াকফ সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ থেকেই দেওয়া হয়।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)