গ্রাফিক— সনৎ সিংহ
রাজ্যে দৈনিক আক্রান্ত আরও কমে সাতশোর নীচে নেমে এল। প্রায় পাঁচ মাস পর কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা একশোর নীচে। গত বছর সেপ্টেম্বর মাসে শেষ বার কলকাতায় দৈনিক সংক্রমণ একশোর নীচে নেমেছিল। সোমবার উত্তর ২৪ পরগনাতেও নতুন সংক্রমণ কমে একশোর কাছাকাছি চলে এল। রাজ্যে সংক্রমণের হার আরও কমে তিন শতাংশের নীচে নামল। ২৩ দিন পর দৈনিক মৃত্যুও নামল ৩০-এর নীচে।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪১ জন। কলকাতায় আক্রান্ত ৭৫ জন। আর উত্তর ২৪ পরগনায় ১০৫ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত ৬৫ জন। রাজ্যের বাকি সব ক’টি জেলায় দৈনিক আক্রান্ত ৫০-এর নীচে রয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২৯ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন সাত জন এবং উত্তর ২৪ পরগনায় ১০ জন। সোমবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন এক হাজার ৭৪২ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও কমে হল ২.৫৯ শতাংশ। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে সব জেলাতেই সংক্রমণের হার পাঁচ শতাংশের নীচে। সব চেয়ে কম পুরুলিয়া (০.২৪ শতাংশ)। সব চেয়ে বেশি জলপাইগুড়িতে (৪.৯৭ শতাংশ)।
সোমবার রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৭৪৬। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমে হল ১৬ হাজার ৮৬৪।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy