Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: দৈনিক সংক্রমণের হার বাড়ল রাজ্যে, কলকাতায় নতুন আক্রান্ত বেড়ে ২০০ ছাড়াল আবার

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০১ জন।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ২২:২৬
Share: Save:

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও শনিবার আবার বাড়ল দৈনিক সংক্রমণের হার। কলকাতাতেও ফের দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ২০০ ছাড়াল। তবে কমেছে উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। দৈনিক মৃত্যুও বাড়ল রাজ্যে।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০১ জন। শুক্রবার মহানগরীতে দৈনিক আক্রান্ত কমে ১৮৩ হয়েছিল। শনিবার আবার তা বেড়ে হল ২১৪। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত বিগত বেশ কয়েক দিন ধরেই ১৫০-র আশেপাশে ঘোরাফেরা করছিল। শনিবার তা কমে হল ১২৪। জেলাভিত্তিক তালিকায় এর পরেই রয়েছে হুগলি (৬০), হাওড়া (৪৫), দক্ষিণ ২৪ পরগনা (৪২)। উত্তরবঙ্গের দার্জিলিঙেও দৈনিক আক্রান্ত কমে হল ১৪।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে দৈনিক মৃত্যু বেড়ে হল ১১। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের। আর কলকাতায় ২ জনের। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৪৫০ জন। রাজ্যে সংক্রমণের হার আবার বেড়ে হল ১.৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১৮০ জনের। শনিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৭১৭ জন। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮২০।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৬ লক্ষ ৯৯ হাজার ৭৯০ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৯ কোটি ৭ লক্ষ ৫৫ হাজার ৭৪২ জন।

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Covid Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy