ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হল কংগ্রেসও। দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, প্রশান্ত দত্ত, বিপ্রদাস চক্রবর্তীরা শুক্রবার রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগের কথা জানিয়েছেন। দলের তরফে কমিশনে যে দাবিপত্র দেওয়া হয়েছে, তাতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, উপযুক্ত পরীক্ষা ছাড়া ‘ভুয়ো’ ভোটারের নাম তালিকায় রাখা হয়েছে। সেই সঙ্গে অন্য রাজ্যের বাসিন্দার নাম তালিকায় থাকা, একই ‘এপিক নম্বরে’ একাধিক ভোটার কার্ড দেওয়ার মতো অভিযোগও তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে উপযুক্ত পদক্ষেপ করা এবং ত্রুটিপূর্ণ ভোটার তালিকার বিষয়ে সর্বদল বৈঠক ডাকার দাবি জানিয়েছে কংগ্রেস। আশুতোষের অভিযোগ, “সিইও-র সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, পুরনো কথা নতুন করে শোনানো ছাড়া কমিশনের কোনও কাজ নেই। বিজেপি, তৃণমূল কংগ্রেসসে মদত করতেই কি বসে আছে কমিশন? রাজ্যে কেন স্থায়ী নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়নি?”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)