বৈদ্যুতিন ভোট-যন্ত্রে কারচুপির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। কলকাতায়। —নিজস্ব চিত্র।
বৈদ্যুতিন ভোট-যন্ত্রে জালিয়াতির প্রতিবাদে এবং ফের ব্যালটের ভোট পদ্ধতিতে ফেরার দাবিতে কলকাতায় পথে নেমে বিক্ষোভ দেখাল কংগ্রেস। বিধাননগর টাউন কংগ্রেসের উদ্যোগে বুধবার বিধাননগর এবং ই এম বাইপাস সংলগ্ন রাস্তায় কিছু ক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখানো হল ইভিএম-প্রশ্নে। কংগ্রেস নেতা অমিতাভ সিংহ, টাউন কংগ্রেসের সভাপতি সিজ়ার ঘটকদের অভিযোগ, নরেন্দ্র মোদীর সরকার নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে বেশ কয়েকটি নির্বাচনে জয়ী হয়েছে। তাঁদের দাবি, সাম্প্রতিক কালে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীশগঢ়ে বিধানসভা নির্বাচনে ভোট-যন্ত্রের প্রাপ্ত মোট ভোট এবং মোট ভোটদানের মধ্যে প্রায় ৭০ লক্ষের ফারাক ধরা পড়েছে। বিরোধী দলগুলি গত কয়েক বছর ধরেই ভোট-যন্ত্রে জালিয়াতির অভিযোগ করে আসছিল। কংগ্রেসের বক্তব্য, বিভিন্ন দেশেও ভোট-যন্ত্রের বদলে ফের ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ভোট-যন্ত্রের প্রযুক্তিতে কারচুপি করা সহজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy