ইফতার-আসরের জন্য পুলিশের প্রয়োজনীয় অনুমতি না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। দলের সংখ্যালঘু শাখার তরফে আজ, রবিবার প্রদেশ কংগ্রেসের পুরনো দফতর হাজি মহসিন স্কোয়ারে ইফতার আয়োজনের জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়েছিল। কংগ্রেসের অভিযোগ, তারা আগে অনুমতি চেয়েছিল। কিন্তু তৃণমূলের অনুষ্ঠান আছে বলে পুলিশ কংগ্রেসকে অনুমতি দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান শামিম আখতারের নেতৃত্বে পার্ক স্ট্রিট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন নেতা-কর্মীরা। তার পরে হাই কোর্টের রেজিস্ট্রারের কাছেও আবেদন জানিয়েছিল কংগ্রেস। সূত্রের খবর, প্রধান বিচারপতি বিষয়টি সোমবার আদালতে তোলার অনুমতি দিয়েছেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)