সোমবার কলকাতা হাই কোর্টে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি রয়েছে। —ফাইল চিত্র।
পঞ্চায়েত নিয়ে একগুচ্ছ অভিযোগের শুনানি কলকাতা হাই কোর্টে
আজ, সোমবার কলকাতা হাই কোর্টে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির এজলাসে মামলাগুলির পর পর শুনানি শুরু হওয়ার কথা। নজর থাকবে আদালতের নির্দেশের দিকে।
নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি কলকাতা হাই কোর্টে
নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার তাঁকে চার দিনের রক্ষাকবচ দিয়েছিল আদালত। আজ আবার তাঁর মামলাটির শুনানি রয়েছে হাই কোর্টে। আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর থাকবে।
কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে
কয়লা পাচার মামলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলায় তৃণমূল সাংসদকে রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। প্রায় এক বছরের বেশি সময় ধরে তা বহাল রেখেছে। আজ আদালতের শুনানির দিকে নজর থাকবে।
বিধানসভার বাদল অধিবেশন শুরু
আজ থেকে বিধানসভার বাদল অধিবেশন শুরু হবে। প্রথম দিন বিধানসভার কর্মসূচির দিকে নজর থাকবে।
মণিপুর নিয়ে কি আলোচনা হবে সংসদে?
মণিপুরের পরিস্থিতি সংসদের চলতি অধিবেশনে আনার চেষ্টা করছে বিরোধীরা। এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব চায় তারা। রাজ্যসভায় বিষয়টি ওঠার অনুমতি দিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। শেষ পর্যন্ত মণিপুর নিয়ে সংসদে আলোচনা হয় কি না আজ তা দেখার।
মণিপুরের পরিস্থিতি
প্রায় আড়াই মাস ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে দু’শো জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো এবং গণধর্ষণের অভিযোগ ঘিরে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফার দাবি উঠেছে। আজ সেখানকার পরিস্থিতির দিকে নজর থাকবে।
মালদহকাণ্ড নিয়ে সংসদে গান্ধী মূর্তির সামনে রাজ্যের বিজেপি সাংসদদের ধর্না
মালদহকাণ্ড নিয়ে আজ সংসদে গান্ধী মূর্তির সামনে রাজ্যের বিজেপি সাংসদদের ধর্না কর্মসূচি রয়েছে। মালদহে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদেই রাজধানীতে বিজেপির কর্মসূচি।
‘বিজেপি ঘেরাও’ বিতর্ক ও মামলা
বিজেপি নেতাদের ঘেরাও কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই কর্মসূচিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মামলা করার কথা জানিয়েছে বিজেপি। আজ নজর থাকবে এর পরবর্তী পরিস্থিতির দিকে।
নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরে মন্ত্রিসভা কোনও সিদ্ধান্ত ঘোষণা করল কি না সে দিকে নজর থাকবে।
ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। সেই উপলক্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ অনুষ্ঠান রয়েছে। রাজ্য সরকারের তরফে ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন করা হবে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। নজর থাকবে এই খবরের দিকে।
পার্থকে আলিপুর আদালতে হাজির করানো হবে সিবিআইয়ের মামলায়
স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। আজ তাঁকে আলিপুর আদালতে হাজিরা করানো হবে। আদালতের পরবর্তী শুনানির দিকে নজর থাকবে।
উত্তর ও পশ্চিম ভারতের বন্যা পরিস্থিতি
প্রবল বর্ষণে জলমগ্ন মহারাষ্ট্র, অসম এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতিতে অসমে ক্ষতিগ্রস্ত প্রচুর মানুষ। সেখানে ১৭টি জেলায় ৬৭ হাজারেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্রহ্মপুত্র নদ-সহ বিভিন্ন নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। অন্য দিকে, দিল্লি-সহ উত্তর ভারতে অতিবর্ষণে বিপর্যস্ত জনজীবন। শুধু উত্তর ভারতে দুর্যোগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানী দিল্লির প্রচুর জায়গায় জল জমে যায়। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।
যাত্রাপথে চন্দ্রযান-৩
গত ১৪ জুলাই সফল ভাবে হয়েছে উৎক্ষেপণ চন্দ্রযান-৩। সেটি পৃথিবীর কক্ষপথে পৌঁছেও গিয়েছে। মঙ্গলবার পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথের দিকে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। আজ নজর থাকবে চন্দ্রযানের নানা খবরের দিকে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, পঞ্চম দিন
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy