মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন কাণ্ডে এ বার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের এক ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সূত্রের খবর, স্যালাইন সংস্থার অন্যতম ওই ডিরেক্টর মুকুল ঘোষকে সোমবার ভবানীভবনে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সিআইডি জানিয়েছে, ওই ডিরেক্টরের বয়ান নথিভুক্ত করা হয়েছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাঁকে ফের ডাকা হতে পারে। যদিও প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইন প্রস্তুতকারী ওই সংস্থাকে আদালতে রিপোর্ট জমা দিয়ে ক্লিনচিট দিয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে ওই রিপোর্ট পেশ করে রাজ্য দাবি করেছিল, ওই মেডিক্যালে ব্যবহৃত রিঙ্গার্স ল্যাকটেটে সমস্যা ছিল না।