—প্রতীকী ছবি।
দিল্লির বৈঠকে ডাক না-পাওয়া নিয়ে এআইসিসি-র কাছে নালিশ জানানো অব্যাহত রেখেছেন বাংলার কংগ্রেস নেতারা। কয়েক দিন আগে দিল্লিতে এআইসিসি দফতরে মত বিনিময়ের বৈঠকে হাজির ছিলেন এ রাজ্যের ২৩ জন নেতা। প্রদেশ কংগ্রেসের ‘প্রাক্তন’ সভাপতি অধীর চৌধুরী প্রশ্ন তুলেছিলেন, মাঠে-ময়দানে দলের যে নেতারা লড়াই করেন, তাঁদের অনেককে বৈঠকে দেখা যায়নি কেন? কেন তাঁদের বৈঠকে ডাকা হয়নি, সেই প্রশ্ন তুলেই এ বার এআইসিসি-কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী ও তপন আগরওয়াল। বৈঠকে ডাক পাওয়ার ‘মাপকাঠি’ নিয়ে প্রশ্ন তাঁদের। আগে একই রকম চিঠি রাজ্য থেকে পাঠিয়েছেন আশুতোষ চট্টোপাধ্যায় ও অশোক ভট্টাচার্য। সম্প্রতি ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেসের হাতে কংগ্রেস কর্মী খুন হওয়ার অভিযোগের দিকেও এআইসিসি-র দৃষ্টি আকর্ষণ করেছেন সুমনেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy