এলাকায় রমরমিয়ে ব্যবসা। সেই দোকানের শাটার কেটে ১৫০টির বেশি মোবাইল চুরির অভিযোগ। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের গলসি বাজার। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ উগরে দিলেন পুলিশের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে গলসির একটি মোবাইল দোকানের শাটার ভেঙে দোকানে ঢোকেন কয়েক জন চোর। একে একে দামি মোবাইল ফোন নিয়ে ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয় তারা। দোকানে এসে চোখ কপালে ওঠে ব্যবসায়ীর। তাঁর চিৎকার-চেঁচামেচিতে ভিড় জমে যায়। অন্য দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মোবাইল দোকানের মালিক এসকে সাদ্দাম জানান, সিসিটিভি ক্যামেরায় চুরির ফুটেজ রয়েছে। সেগুলো তিনি পুলিশের হাতে তুলে দেবেন। ওই ব্যবসায়ীর কথায়, ‘‘আমাদের বাজারে এ রকম চুরির ঘটনা ঘটবে, ভাবতেই পারিনি। রাতে আমাকে বাজার থেকে খবর দেওয়া হয়। এসে দেখি, চোরেরা ১৫০-র বেশি মোবাইল নিয়ে গিয়েছে।’’ স্থানীয় বাজার সমিতির সম্পাদক বজলুর রহমান মণ্ডল জানান, এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। তিনি বলেন, ‘‘যে ভাবে প্রকাশ্য রাস্তায় জাতীয় সড়ক লাগোয়া বাজারে চুরি হল, তা ভাবা যায় না। আমরা প্রশাসনের কাছ থেকে সঠিক নিরাপত্তা দাবি করছি।’’
আরও পড়ুন:
চুরির ঘটনার গলসি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় নিজে। তাঁরা জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজ চলছে। আশা করা হচ্ছে, শীঘ্রই চোরেরা ধরা পড়বে।