চৈতালী তিওয়ারি। — ফাইল চিত্র।
কম্বলকাণ্ডে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পেলেন তিনি। এ ছাড়াও শীর্ষ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন আসানসোল পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরব গুপ্ত এবং বিজেপি নেতা তেজপ্রতাপ সিংহ। তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছেন চৈতালি।
আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি। কম্বলকাণ্ডে অভিযুক্ত চৈতালি এত দিন ছিলেন সুপ্রিম কোর্টের সুরক্ষা কবচের আওতায়। তবে সোমবার শীর্ষ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন তিনি। তাঁর আগেই অবশ্য ওই কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন জিতেন্দ্র।
গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণডাঙা এলাকায় চৈতালির আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল তিন জনের। মৃতদের এক জনের পরিবার এ নিয়ে মামলা দায়ের করে। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। ওই মামলায় অভিযুক্ত জিতেন্দ্র জামিন পান শর্তসাপেক্ষে। শর্ত দেওয়া হয়, তিনি আসানসোল পুরনিগম এলাকায় প্রবেশ করতে পারবেন না। সেই শর্ত কার্যকর রয়েছে এখনও। সেই একই মামলায় সোমবার আগাম জামিন পেলেন চৈতালি-সহ তিন জন। জিতেন্দ্র-জায়া জানিয়েছেন, তদন্তের স্বার্থে তিনি পুলিশকে সহযোগিতা করবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy