ধার দেওয়া টাকা আদায় করতে গিয়ে জুলুমবাজির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, যাঁকে ধার দিয়েছিলেন, তাঁকে না পেয়ে তাঁর নাবালক ছেলের গায়েই গরম দুধ ঢেলে দিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামে ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত ওই বিজেপি নেতা পলাতক। গুরুতর জখম অবস্থায় ওই নাবালককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঘটনায় দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। আর এক জন পলাতক। পুলিশ তল্লাশি চালাচ্ছে।’’
স্থানীয় সূত্রে খবর, দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউকে সুদে টাকা ধার দিয়েছিলেন বিজেপির বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমিত মাকড়। অভিযোগ, সুদে দেওয়া টাকা আদায়ে প্রায়ই উমাশঙ্করকে গালিগালাজ ও তাঁর দোকানে লোকজন নিয়ে চড়াও হতেন অমিত। শনিবার দুপুরেও একই ঘটনা ঘটে। মৌসম হাজরা নামে এক যুবককে সঙ্গে নিয়ে উমার দোকানে গিয়েছিলেন অমিত। সেই সময় দোকানে উমা দোকানে ছিলেন না। অভিযোগ, তাঁকে না পেয়ে দোকানে ভাঙচুর চালান বিজেপি নেতা। সেই সময় বাধা দিতে যাওয়ায় উমার নাবালক ছেলের গায়ে ফুটন্ত দুধও ঢেলে দেন। পরে উমার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মৌসমকে গ্রেফতার করে পুলিশ। তবে অমিত এখনও অধরা।
বিষয়টি রাজনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘সামান্য টাকার জন্য নাবালকের গায়ে গরম দুধ ঢেলে দিল বিজেপি নেতা। ক্ষমতায় এলে এরা মানুষ খুন করতে পিছপা হবে না।দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।’’
যদিও বিজেপি জেলা মুখপাত্র শান্তরূপ দে বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। আইন আইনের পথে চলবে।’’