বিয়েবাড়ির মঞ্চে কোন গান বাজবে, সে নিয়ে বরপক্ষ ও কনপক্ষের ঝামেলা শুরু হয়েছিল। তা থেকে সংঘর্ষ বেধে এক তরুণ নিহত হলেন দুর্গাপুরের ভ্যাম্বে কলোনিতে। পুলিশ জানায়, নিহত আর্টিস্ট বেদের (১৮) বাড়ি পাণ্ডবেশ্বরে। তিনি কনের আত্মীয়। পুলিশ বরপক্ষের তিন জনকে গ্রেফতার করেছে। কনেপক্ষের একাংশের দাবি, গোলমালের সময়ে গুলি চালানো হয়। তাতেই মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও পুলিশের দাবি, ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন ওই তরুণ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বরাকর থেকে বরযাত্রীরা এসেছিলেন দুর্গাপুরে। বিয়ের মণ্ডপে মঞ্চে গান বাজছিল। বরযাত্রীর তরফে গান পাল্টানোর দাবি জানানো হয়। কনেপক্ষের কেউ কেউ তাতে আপত্তি জানান। তাতেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। তছনছ হয় বিয়ের মণ্ডপ। ওই তরুণের উপরে কয়েক জন চড়াও হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে। কনের বাবা জাদুকর বেদের অভিযোগ, “বরযাত্রীদের অনেকে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আমরা ঝামেলা থামানোর চেষ্টা করছিলাম। সেই সময়ে কেউ গুলি চালায় বলে শুনেছি। বিয়ে ভেস্তে গিয়েছে। দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।”
ধৃতদের আইনজীবী পিন্টুকুমার রাম যদিও দাবি করেছেন, “আমার মক্কেলরা কেউ গুলি চালাননি। তাঁরা নির্দোষ। কী ভাবে খুন হয়েছে, পুলিশ সেটা তদন্ত করে দেখুক।” এসিপি (দুর্গাপুর) সুবীর রায় জানান, ধৃতদের মধ্যে দু’জন বরাকর এবং এক জন ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা। ঠিক কী ঘটেছিল, তা জানতে তাদের জেরা করা হচ্ছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)