সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জেলে বসেই ফোনে হুমকি দেওয়ার অভিযোগ এনেছিলেন সরবেড়িয়ার বাসিন্দা রবিন মণ্ডল। রবিনের দাবি ছিল, ইডি এবং সিবিআইয়ের কাছে মুখ খুলেছেন বলে তাঁদের হুমকি দিচ্ছেন শাহজাহান ও তাঁর শাগরেদরা। সেই আবহে এ বার খোদ অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে থানায় গেলেন প্রাক্তন নেতার স্ত্রী তসলিমা বিবি। অভিযোগ, শাহজাহানের মাছের আড়তে কাজ করার সময় ২৫ লক্ষ টাকা নয়ছয় করেছেন রবিন।
বুধবার রাতে ন্যাজাট থানায় রবিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তসলিমা। অভিযোগ, রবিন তাঁদের মাছের আড়তে কাজ করতেন, ভেড়ির দেখাশোনা করতেন। শাহজাহান গ্রেফতার হওয়ার পর থেকে গত কয়েক মাসে রবিন সেই আড়ত থেকে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
যদিও রবিনের দাবি, তিনি আদৌ শাহজাহানের মাছের আড়তে কোষাধ্যক্ষ ছিলেন না, তিনি মুহুরির কাজ করতেন। কোষাধ্যক্ষ ছিলেন দেদার মোল্লা। তিনিই টাকাপয়সার হিসেব রাখতেন। লেনদেনও করতেন তিনি। রবিনের কথায়, ‘‘সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। এ সব কাগজপত্র আমার কাছে কিছুই নেই। টাকাপয়সা সংক্রান্ত সব কিছু দেদার মোল্লা আর শেখ শাহজাহানই দেখাশোনা করতেন। আমার নামে অপবাদ দিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে।’’
প্রসঙ্গত, ২০২৪ সালের গোড়ায় রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে এসে আক্রান্ত হন ইডি আধিকারিক ও আধাসেনা জওয়ানেরা। তার কয়েক দিন পরেই শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফুঁসে ওঠেন স্থানীয়দের একাংশ। এলাকার অনেকের কৃষিজমি জবরদখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ উঠেছিল শাহজাহান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। একই সঙ্গে স্থানীয় মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগও সামনে আসে। পথে নামে বিজেপি-সহ বিরোধী দলগুলি। এর কিছু দিন পরেই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান ও তাঁর সাঙ্গোপাঙ্গরা। গত প্রায় ১৩ মাস ধরে প্রেসিডেন্সি জেলেই বন্দি রয়েছেন তিনি।
আরও পড়ুন:
বুধবার এ হেন শাহজাহানের বিরুদ্ধে জেলে বসে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, রবিনদের জমি দখল করে সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে এক বাজার তৈরি করেছিলেন তৎকালীন প্রভাবশালী নেতা। জমি ফেরানোর দাবিতে ইডি এবং সিবিআইয়ের কাছেও অভিযোগ করেছিল ওই পরিবার। সেই কারণেই শাহজাহান ও তাঁর অনুগামীরা রবিনদের হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। সেই আবহে এ বার পাল্টা অভিযোগ উঠল খোদ অভিযোগকারীর বিরুদ্ধেই।