আবার দুর্ঘটনা মা উড়ালপুলে। অ্যাপ বাইকে চেপে যাচ্ছিলেন তরুণী। সোমবার সকালে ব্যস্ত সময়ে সেতুর উপর আচমকা পিছলে যায় বাইকটি। তা থেকে পড়ে যান বাইকে সওয়ার দু’জন। তরুণী এবং চালক, দু’জনেই আহত হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মা উড়ালপুলে বাইকটি পিছলে গিয়ে বিপত্তি হয়। দুই সওয়ারির মাথা থেকে হেলমেট খুলে পড়ে যায়। তাঁরা গুরুতর আহত হননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে সপ্তাহের শুরুর দিনে ব্যস্ত সময়ে ব্যস্ত উড়ালপুলে এই দুর্ঘটনায় যানজট তৈরি হয়। বেশ কিছু ক্ষণ গাড়ি থমকে ছিল। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
গত ডিসেম্বর মাসে মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই যুবকের। তাঁরা বাইকে চেপে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন। পথে ডিভাইডারে ধাক্কা দেয় বাইক। এর পর বাইকের নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন। গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।